‘এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব আমরা...’ করোনা মোকাবিলায় বিশ্বকাপ জয়ের জার্সি দান মারাদোনার

Last Updated:

জার্সিতে মারাদোনা লিখেছেন, ‘‘ আমরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব ৷ ’’

#বুয়েনস আইরেস: করোনা যুদ্ধে এবার সামিল দিয়েগো মারাদোনাও ৷ করোনা যোদ্ধাদের সাহায্য করতে এবার নিজের ১৯৮৬ বিশ্বকাপ জয়ের জার্সি দান করলেন আর্জেন্টিনার এই কিংবদন্তী ৷ ওই বিশ্বকাপে পরে খেলেছিলেন, এমন একটা জার্সি নিজের অটোগ্রাফ-সহ দান করলেন দিয়েগো ৷
জার্সিতে মারাদোনা লিখেছেন, ‘‘ আমরা এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব ৷ ’’
করোনা অতিমারিতে এখন বিপর্যস্ত মারাদোনার দেশ আর্জেন্টিনাও ৷ সে দেশে বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা ৷ সেই সঙ্গে মৃত্যুও ৷ তাই দেশবাসীর সাহায্যে এগিয়ে এলেন মারাদোনাও ৷ তাঁর দান করা জার্সি এবার নিলামে তোলা হবে ৷ তার থেকে সংগৃহীত অর্থ করোনা রোগীদের চিকিৎসার কাজে লাগানো হবে ৷ ইতিমধ্যেই আর্জেন্টিনার অসহায় মানুষদের হাতে মাস্ক এবং খাবারও তুলে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
আর্জেন্টিনার মানুষদের কাছে, মারাদোনা শুধু ফুটবলারই নয় ৷ তিনি তাঁদের কাছে দেবতার মতো ৷ এই দান চিরকাল তাঁরা মনে রাখবেন ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারব আমরা...’ করোনা মোকাবিলায় বিশ্বকাপ জয়ের জার্সি দান মারাদোনার
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement