COVID19| স্বস্তির খবর! করোনা ভাইরাসের ভ্যাকসিন হয়তো সেপ্টেম্বরেই, জানিয়ে দিল অক্সফোর্ড
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস জানান, আন্ডার-ট্রায়াল ভ্যাকসিনটিকে বিশ্ববাসীর স্বাস্থ্য ভালোর জন্যই ব্যবহার করা হবে৷ এই ভ্যাকসিনকে যাতে সবাই পায়, তার জন্য অত্যন্ত স্বস্তায় দেওয়া হবে৷
#লন্ডন: করোনার অতিমারী থেকে বাঁচতে যখন গোটা বিশ্ব চেষ্টার ত্রুটি রাখছে না, তখন করোনার ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখিয়েছে অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট৷ ভ্যাকসিন তৈরি করে তার হিউম্যান ট্রায়াল বা মানুষের উপর পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে৷ তা হলে কবে আসছে করোনার ভ্যাকসিন? এই বহু চর্চি প্রশ্নটার একটি উত্তর মিলল অক্সফোর্ডের ইনস্টিটিউটের গবেষকদের কাছে৷
After taking lead in clinical trials, Oxford hoping to get COVID-19 vaccine by September Read @ANI Story | https://t.co/xMDSIVAmxg pic.twitter.com/md6SGoZOZv
— ANI Digital (@ani_digital) April 27, 2020
advertisement
তাঁরা জানাচ্ছেন, যে ভাবে কাজ এগোচ্ছে, তাতে সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন পেয়ে যাবে গোটা বিশ্ব৷ মে মাসের মাঝখান পর্যন্ত ৬০ হাজার মানুষের উপর এই ভ্যাকসিন পরীক্ষা করা হবে৷ নিউ ইয়র্ক টাইমস-এর খবর অনুযায়ী, নিয়ামক সংস্থার জরুরি অনুমোদনের পরে সেপ্টেম্বরেই ভ্যাকসিন চালু হয়ে যাওয়ার আশা রয়েছে৷
advertisement
এই ভ্যাকসিন তৈরির দলের অন্যতম গবেষক ভিনসেন্ট মুনস্টারের কথায়, 'আমাদের ল্যাবে যে সব জন্তুর শরীরে প্রচুর পরিমাণে করোনা ভাইরাস রয়েছে, যেমন বাঁদর, তাদের ভ্যাকসিনটি প্রয়োগের ২৮ দিন পরে একেবারে সুস্থ হয়ে গিয়েছে৷' যদিও গবেষকদের একাংশের বক্তব্য, বাঁদরের শরীরে কাজ করেছে বলেই ধরে নেওয়া যায় না মানব শরীরেও দ্রুত ফল দেবে৷
advertisement
তবে রাষ্ট্রসঙ্ঘ আশাবাদী৷ রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরাস জানান, আন্ডার-ট্রায়াল ভ্যাকসিনটিকে বিশ্ববাসীর স্বাস্থ্য ভালোর জন্যই ব্যবহার করা হবে৷ এই ভ্যাকসিনকে যাতে সবাই পায়, তার জন্য অত্যন্ত স্বস্তায় দেওয়া হবে৷
Location :
First Published :
April 28, 2020 7:32 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19| স্বস্তির খবর! করোনা ভাইরাসের ভ্যাকসিন হয়তো সেপ্টেম্বরেই, জানিয়ে দিল অক্সফোর্ড