Travel News: সঙ্গীকে নিয়ে পাহাড়ে অ্যাডভেঞ্চার চান, কালিম্পংয়ের নতুন ঠিকানা 'মায়রং গাঁও', শীতের ছুটিতে ঢুঁ মারুন
- Published by:Riya Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Travel News: খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও মায়রং গাঁও তার নিজস্ব স্বাদে অনন্য। হোমস্টে গুলিতে পরিবেশন করা হয় অর্গানিক সবজি, দেশি মুরগি, স্থানীয় ভাবে তৈরি ‘সেল রুটি’, ‘গুলু’, ‘নেটল স্যুপ’, সঙ্গে ধোঁয়া ওঠা দার্জিলিং চা। গ্রামের মানুষজনের আন্তরিকতা খাবারের স্বাদে আরও বাড়তি মাত্রা যোগ করে।
advertisement
advertisement
advertisement
advertisement
এবার ভাবছেন কিভাবে যাবেন? কালিম্পং থেকে মায়রং গাঁওয়ের দূরত্ব প্রায় ১২–১৫ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা থেকে সরাসরি কালিম্পং পৌঁছে সেখান থেকে লোকাল ট্যাক্সি, বোলেরো বা রিজার্ভ গাড়িতে সহজেই পৌঁছে যাওয়া যায় গ্রামটিতে। রাস্তা বেশ ভাল, তবে কিছু অংশে পাহাড়ি বাঁক রয়েছে। যারা ভিড়মুক্ত, নিরিবিলি পাহাড়ি জীবন অনুভব করতে চান, তাদের জন্য মায়রং গাঁও সত্যিই প্রকৃতির মাঝে দুর্দান্ত এক গন্তব্য!
