Moderna কে ভারতে নিয়ে আসতে Cipla ১ বিলিয়ন ডলারের চুক্তির পথে, ভারত সরকারের থেকে চাইল ‘এই’ সাহায্য

Last Updated:

ভারতীয়দের মারণ রোগ থেকে বাঁচাতে কবে আসছে Moderna Vaccine -র সিঙ্গল ডোজ?

#নয়াদিল্লি: কোভিড ১৯  (Covid 19)-র দ্বিতীয় ঢেউ (Covid Second Wave)  অত্যন্ত ভয়ানক অভিঘাত ফেলেছে ভারতে৷ দেশে ভ্যাকসিন যোগানে এখনও প্রচুর ঘাটতি রয়েছে৷ বিভিন্ন ভাবে ভ্যাকসিন (Vaccine) যোগান দিয়ে রোগের প্রকোপ কমানোর চেষ্টা চলছে৷ এই প্রয়াসের অঙ্গ হিসেবেই এবার ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিপলা (Cipla)  আসরে এল৷ আমেরিকা ভ্যাকসিন নির্মাতা মোডর্না (Moderna)-র সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি করেছে৷ কোম্পানি সোমবার এই খবর দিয়েছে৷ তারা এই খবর দিয়ে কেন্দ্র সরকারের থেকে কিছু ছাড় চেয়েছে৷ কোম্পানি সরকারের বিভিন্ন ক্ষতিপূর্তি নিয়ম এবং ট্রায়ালের নিয়মে ছাড় চেয়েছে৷ মোডর্না -র এই টিকা সিঙ্গল শট হবে৷
এর আগে মোডর্না জানিয়েছিল ২০২২ সালে তারা ভারতে নিজেদের সিঙ্গল শট টিকা পাঠাতে পারবে৷ তারা এও জানিয়েছিল এরজন্য তাদের সিপলা -র সঙ্গে কথা জারি রয়েছে৷ পাঁচ কোটি ডোজ পাঠানোর কথা হয়েছিল৷
এই মুহূর্তে মোডর্না ভ্যাকসিন ১২- ১৭ বছরের মধ্যে খুবই কার্যকর৷ তাদের দাবি এই বয়সের মানুষের মধ্যে তাদের ভ্যাকসিন সিম্পটোম্যাটিক ইনফেকশন আটকাতে ১০০ শতাংশ কার্যকরী৷ কোম্পানির দাবি তারা এখন আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসট্রেশন ডিপার্টমেন্ট সঙ্গে সমস্ত বয়সীদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র চেয়েছে৷ কোম্পানি -র কথা অনুসারে জুন থেকে সব বয়সীদের ওপর ভ্যাকসিনেশন শুরু করবে মোডের্না৷ এই ভ্যাকসিনকে -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়৷
advertisement
advertisement
গত বছর ভারতে ভ্যাকসিন প্রোগ্রাম শুরু হওয়া নিয়ে কথাবার্তা চলছে৷ তখন থেকেই মোডর্না নিয়ে কথা হচ্ছে৷ কিন্তু এই ভ্যাকসিনের রক্ষা করা বেশি খরচসাপেক্ষ৷ এদিকে PFIZER- র ভ্যাকসিন রাখতে গেলে আবার -৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার পড়ে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Moderna কে ভারতে নিয়ে আসতে Cipla ১ বিলিয়ন ডলারের চুক্তির পথে, ভারত সরকারের থেকে চাইল ‘এই’ সাহায্য
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement