Indian Railways: উৎসমের মরশুমে যাত্রীদের ভিড় সামলে পরিষেবা দিয়ে খুশি উত্তর পূর্ব সীমান্ত রেল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
৬২০ ট্রিপে ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল
নয়াদিল্লি: উৎসবের ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের সহায়তা করতে উল্লেখযোগ্য অবদান রেখেছে রেলের একাধিক বিভাগ। এই প্রচেষ্টার সমর্থনে, কাটিহার এবং নিউ জলপাইগুড়ি জেলা সমিতির অধীনে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে স্বেচ্ছাসেবী পরিষেবা প্রদান করেছে। স্কাউটস অ্যান্ড গাইডস, রোভারস, রেঞ্জার্স এবং ইউনিট লিডার সহ প্রায় ৩০ জন সদস্য কাটিহার, বারসোই, পূর্ণিয়া, যোগবাণী, ফরবেসগঞ্জ, নিউ জলপাইগুড়ি এবং কিষাণগঞ্জের মতো স্টেশনগুলিতে সক্রিয়ভাবে তাদের সহায়তা প্রদান করেন। তাদের অবদানের মধ্যে ছিল– ট্রেনে ওঠা এবং নামার সময় ভিড় নিয়ন্ত্রণ এবং নির্দেশনা দেওয়া, যাত্রীদের প্ল্যাটফর্মে চলাচলে সহায়তা করা এবং তীর্থযাত্রী-সহ দূরপাল্লার ভ্রমণকারীদের আরাম ও স্বস্তি নিশ্চিত করার জন্য বিনামূল্যে পানীয় জল সরবরাহ করা।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ রুটগুলিতে ৬২০টি ট্রিপ কভার করে স্পেশাল ফেস্টিভ ট্রেন চালাচ্ছে। কাটিহার, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, যোগবাণী এবং কিষাণগঞ্জ-সহ প্রধান স্টেশনগুলিতে রয়েছে অস্থায়ী হোল্ডিং এরিয়া, উন্নত ঘোষণা প্রণালী, অতিরিক্ত টিকিট কাউন্টার, অটোম্যাটিক টিকিট ভেন্ডিং মেশিন। যাত্রীদের সহায়তা এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত কর্মী এবং আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ” শুধু আরপিএফ, জিআরপি বা বাণিজ্যিক বিভাগের কর্মী নয়, সাহায্য করেছেন সকলেই। এই পদক্ষেপের ফলে উৎসবের সময় যাত্রীদের সুগম চলাচল নিশ্চিত হয়েছে। ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর স্বেচ্ছাসেবী সহায়তা পরিষেবা এবং শৃঙ্খলার মূল্যবোধকে তুলে ধরে, যা রেলওয়ের প্রচেষ্টার পরিপূরক।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 10:11 AM IST

