Cooch Behar News: নদীতে মাছ ধরতে যাওয়াই কাল হল ছেলের! ফিরল বাবার স্মৃতি! বাড়িতে এল ছেলের দেহ
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Cooch Behar News: স্থানীয় বাসিন্দারা মাছ ধরার জাল ফেলে নদীর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে।
মাথাভাঙা: বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে হারিয়ে গেল যুবকের জীবন! পরিবারের একমাত্র ছেলে। নদীর মধ্যে মাছ ধরতে গিয়েছিল বন্ধুদের সঙ্গে তবে নদীর জলের গভীরতা কেড়ে নিল প্রাণ। যুবকের নাম দেবাশিস বর্মণ। বয়স ২১ বছর। তাঁর বাড়ি মাথাভাঙা পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডে। মৃত ওই যুবকের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা এলাকায়। পরবর্তীতে স্থানীয় মানুষদের সহায়তায় মৃত দেহ দ্রুত উদ্ধার করা হয়। তবে তিন বছর আগে ঠিক একই জায়গায় তাঁর বাবাও জলে ডুবে মারা গিয়েছিলেন। একই পরিবারের পরপর দু’জনের এই ভাবে মৃত্যুতে শোকগ্রস্ত এলাকার মানুষেরা।
স্থানীয় এক বাসিন্দা জিতেন বর্মণ জানান, দুপুর নাগাদ তাঁর ছেলের সঙ্গে মোট ১০ থেকে ১২ জন বন্ধু নদীতে মাছ ধরতে গিয়েছিল। তাঁর ছেলের সেই বন্ধুদের মধ্যেই একজন আচমকাই জলের মধ্যে তলিয়ে যায়। আসলে জলে ডুবে যাওয়া যুবক জলের গভীরতা বুঝতে পারেনি বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে সেই যুবককে বাঁচানোর চেষ্টা করেছিল তাঁর ছেলে ও অন্যান্য বন্ধুরা মিলে তবে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দারা মাছ ধরার জাল ফেলে নদীর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে। তবে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, ঠিক একই জায়গায় তিন বছর আগে তাঁর বাবারও মৃত্যু হয়েছিল দুর্গা প্রতিমা বিসর্জনের সময়। পুলিশের পক্ষ থেকে একটি ইউডি কেস নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।”
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2023 8:18 PM IST









