Cooch Behar News: এবার পুজোয় চমক নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের! জানুন বিস্তারিত...

Last Updated:

আবার একবার চালু হতে চলেছে সবুজের পথে হাতছানি। ভ্রমন পিপাষু মানুষদের কথা মাথায় রেখে মহালয়ার দিন থেকে এই প্যাকেজ ট্যুর গুলো চালু করতে যাচ্ছে পরিবহন সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC)।

এবার পুজোয় নতুন চমক এনেছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন!
এবার পুজোয় নতুন চমক এনেছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন!
#কোচবিহার : আবার একবার চালু হতে চলেছে সবুজের পথে হাতছানি। ভ্রমন পিপাষু মানুষদের কথা মাথায় রেখে মহালয়ার দিন থেকে এই প্যাকেজ ট্যুর গুলো চালু করতে যাচ্ছে পরিবহন সংস্থা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (NBSTC)। কোচবিহার ডিপো থেকে ৯ টি এবং জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে ৮ টি রুটে এই প্যাকেজ ট্যুরগুলো চালু হচ্ছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এমনটা জানালেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায়।
 
কোচবিহার ডিপো থেকে যে যে রুটে চলবে সেগুলো হল:
advertisement
 
) কোচবিহার থেকে ঝালং হয়ে বিন্দু পর্যন্ত দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ১১৫০ টাকা।
advertisement
 
) কোচবিহার থেকে ঝালং, রকি আইল্যান্ড, গরুবাথান, লাভা, রিকিসুম, ডেলো হয়ে কালিম্পং পর্যন্ত রাত এবং দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৪৯৫০ টাকা।
advertisement
 
) কোচবিহার থেকে গরুবাথান, লাভা, রিশপ, রিকিসুম, কালিম্পং হয়ে সেবক পযর্ন্ত রাত এবং দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৭২০০ টাকা।
advertisement
 
) কোচবিহার থেকে গরুবাথান, লাভা, মুনসাং, আরিটার হয়ে জুলুক কুপুক পর্যন্ত রাত দিন পর্যন্ত। জনপ্রতি খরচ থাকছে ৯৭০০ টাকা।
advertisement
 
) কোচবিহার থেকে গরুবাথান, লাভা, মুনসাং, রাবাংলা হয়ে পেলিং পর্যন্ত রাত দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ১১,৯৫০ টাকা।
advertisement
জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে যে প্যাকেজ ট্যুর গুলো তয়েছে সেগুলো হল:
advertisement
 
) জলপাইগুড়ি থেকে ঝালং, জলঢাকা হয়ে বিন্দু পর্যন্ত দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৯৫০ টাকা।
 
) জলপাইগুড়ি থেকে গরুবাথান হয়ে লাভা পর্যন্ত দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৯৫০ টাকা।
 
) জলপাইগুড়ি থেকে রাজাভাতখাওয়া হয়ে জয়ন্তী পর্যন্ত দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ১০০০ টাকা।
 
) জলপাইগুড়ি থেকে জলদাপাড়া জঙ্গল সাফারি, জয়গাঁও হয়ে ফুন্টসিলিং পর্যন্ত রাত্রি দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৩০০০ টাকা।
 
) শিলিগুড়ি থেকে মিরিক, পশুপতি, দার্জিলিং হয়ে কার্শিয়াং পর্যন্ত দিনের ট্যুর। জনপ্রতি খরচ থাকছে ৭৫০ টাকা।
এছাড়া এবছর থাকছে নতুন করে পুজো পরিক্রমা করার ব্যবস্থাও। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় জানান, "যেহেতু আমাদের বাসগুলো ১৬ সিটের। তাই যদি থেকে জন করেও হয়। তাহলে তাদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা থাকবে।"
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: এবার পুজোয় চমক নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের! জানুন বিস্তারিত...
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement