Heritage City: হেরিটেজ শহরের যত্রতত্র আবর্জনার পাহাড়, বাইরে থেকে এলে ডাম্পিং গ্রাউন্ড ভাবতে পারেন!
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকার এই সমস্যা মেটানোর বিষয়ে পুরসভারও বিশেষ উদ্যোগ চোখে পড়ছে না। পুর এলাকার কাউন্সিলররা বিষয়টি নিয়ে রীতিমত উদাসীন।
কোচবিহার: কোচ রাজাদের রাজধানী কোচবিহার শহরকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এই বিরল সম্মান বাংলার খুব কম শহরই পেয়েছে। কিন্তু হেরিটেজ শহরের বাসিন্দা হিসেবে কোচবিহারবাসীর যে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা তা কি তাঁরা আদৌ করেন? শহরের যত্রতত্র যেভাবে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ গড়ে উঠেছে তাতে এই নিয়ে সংশয় তৈরি হওয়াটাই স্বাভাবিক। বাইরে থেকে কেউ এসে এই শহরকে দেখলে হেরিটেজের বদলে ডাম্পিং গ্রাউন্ড ভাবতে পারেন!
আরও পড়ুন: এবার পুরুলিয়ায় সেফ ড্রাইভ, সেভ লাইফ
কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকার এই সমস্যা মেটানোর বিষয়ে পুরসভারও বিশেষ উদ্যোগ চোখে পড়ছে না। পুর এলাকার কাউন্সিলররা বিষয়টি নিয়ে রীতিমত উদাসীন। এই তীব্র গরমের মধ্যে নোংরা আবর্জনার স্তূপ জমে থাকায় তা থেকে প্রবল দুর্গন্ধ বের হচ্ছে। ফলে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় শহরবাসীর। রীতিমত নাকে রুমাল চাপা দিয়ে চলাফেরা করতে হচ্ছে মানুষকে।
advertisement
advertisement
পুর এলাকার দুই ব্যবসায়ী অসীম পাল ও পঙ্কজ চৌধুরী এই প্রসঙ্গে জানান, দীর্ঘ সময় ধরে নোংরা আবর্জনার কারণে রীতিমত বেহাল দশা কোচবিহারের রাস্তাঘাটের। তীব্র গরমে সমস্ত আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাউন্সিলরদের এই বিষয়ে অভিযোগ জানালেও তারা এই বিষয়টিতে গা করছেন না বলে দাবি করেন ওই দুই ব্যবসায়ী।
শহরের এমন দুর্দশায় ব্যথিত কোচবিহারের প্রবীণ নাগরিকেরা। তাঁরা চান দ্রুত সচেতন হোক পুরসভা, একটি হেরিটেজ শহরের সঙ্গে মানানসই পরিবেশ গড়ে তোলা হোক।
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 8:17 PM IST






