Cooch Behar News: দীর্ঘ ১৪ মাসের পানীয় জলের সমস্যা! প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দাদের

Last Updated:

Cooch Behar News: এলাকাবাসীদের সকলের একটাই বক্তব্য, "দ্রুত আমাদের এই পরিশ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করা হোক।

পানীয় জলের সমস্যা
পানীয় জলের সমস্যা
#মেখলিগঞ্জ: দীর্ঘ চোদ্দ মাস ধরে পানীয় জলের সমস্যা চলছিল গোটা এলাকা জুড়ে। প্রশাসনের সমস্ত স্তরেই জানানো হয়েছিল বারংবার। তবে জানানোর পরেও কোন রকম সুরাহা হয়নি এই সমস্যার। তাই দীর্ঘ এই সমস্যার সমাধানের লক্ষ্যে পিএইচই’র জলের দাবিতে শুক্রবার বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের পাখাধরা বাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় বাসিন্দাদের অধিকাংশ অভিযোগের সুরে জানান, "দীর্ঘ চোদ্দ মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন তাঁরা। অথচ পিএইচই’র জল মিলছে না কোন ভাবেই। একপ্রকার বাধ্য হয়ে কুয়ো কিংবা টিউবওয়েলের অপরিশ্রুত জল পান করতে হচ্ছে তাদের। ফলে পেটের সমস্যাও লেগে রয়েছে নিত্যদিন। এই নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই) দফতরে আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি। বারংবার করা অভিযোগের পরেও কেন কাজ হচ্ছে না। সেই কারণেই এদের বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা।"
advertisement
advertisement
তবে এই গোটা ঘটনার বিষয়ে ওই এলাকার জনস্বাস্থ্য কারিগরি দফতরের স্টেশন ইনচার্জ মনেশ্বর রায়বীর জানান, "জামালদহ থেকে রানীরহাট রাস্তা সম্প্রসারণ করার কাজ করছে পূর্ত দফতর। তাই অনেক জায়গায় পানীয় জলের পাইপ ভেঙে গিয়েছে। সেই পাইপ ঠিক করার কাজও করা হচ্ছে। নতুন করে পাইপ বসানোর কাজও চলছে দ্রুত গতিতে। দ্রুত সেই কাজ শেষ হলেই পানীয় জলের সমস্ত সমস্যা মেটানো সম্ভব হবে। আমরা সেই দিকে নজর রাখছি।"
advertisement
তবে দীর্ঘদিন ধরে চলতে থাকা পানীয় জলের এই সমস্যার কারণে এলাকাবাসীর মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীদের সকলের একটাই বক্তব্য, "দ্রুত আমাদের এই পরিশ্রুত পানীয় জলের সমস্যার সমাধান করা হোক। এবং আমাদের পরিচিত পানীয় জলের নিয়মিত ব্যবস্থা করা হোক। অন্যথায় আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: দীর্ঘ ১৪ মাসের পানীয় জলের সমস্যা! প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দাদের
Next Article
advertisement
IPAC Case Hearing Update: এজলাসে তুমুল হইহট্টগোল- চিৎকার, উঠে গেলেন বিচারপতি! হাইকোর্টে বেনজির ঘটনা, পিছিয়ে গেল আইপ্যাক কাণ্ডে জোড়া মামলার শুনানি
এজলাসে তুমুল হইহট্টগোল, উঠে গেলেন বিচারপতি!হাইকোর্টে পিছোল IPAC কাণ্ডে জোড়া মামলার শুনানি
  • কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি৷

  • ইডি, তৃণমূলের মামলা ঘিরে এজলাসে তুমুল হইহট্টগোল৷

  • উঠে গেলেন বিচারপতি, পরবর্তী শুনানি ১৪ জানুয়ারি৷

VIEW MORE
advertisement
advertisement