Cooch Behar News: মারাত্মক! বাইপাস রোডের রেলিং ভেঙে চিকিৎসকের গাড়ি ঢুকে গেল বাড়িতে, পিষে দিল বৃদ্ধাকে, দেখুন

Last Updated:

Cooch Behar News: বাঁধের উপরের বাইপাসের রাস্তার রেলিং ভেঙে একটি গাড়ি সজোরে ঢুকে গেল বাড়ির ভেতর। মর্মান্তিক দুর্ঘটনা।

গাড়ি রেলিং ভিতরে বাড়ির ভিতর
গাড়ি রেলিং ভিতরে বাড়ির ভিতর
#কোচবিহার: এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল কোচবিহার সদর শহরের ১৬ নম্বর ওয়ার্ড। কোচবিহার সদর শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে তোর্সা নদী। আর এই নদীর বাঁধের একটি অংশ খাগড়াবাড়ি থেকে ঘুঘুমারি পর্যন্ত বিস্তৃত। বেশ কিছুদিন আগেই এই বাঁধের ওপরে শহরের একটি বাইপাস রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তার উপর গতি নিয়ন্ত্রণের বোর্ড লাগানো থাকলেও, অনেকেই সেই বোর্ড মেনে চলাচল করেন না।
তবে এদিনের এই ঘটনা রীতিমতো আঁতকে উঠতে বাধ্য করেছে কোচবিহারের বহু মানুষকে। বাঁধের উপরের বাইপাসের রাস্তার রেলিং ভেঙে একটি গাড়ি সজোরে ঢুকে গেল বাড়ির ভেতর। এই দুর্ঘটনার শিকার হলেন এক বৃদ্ধা। কোচবিহার ১৬ নং ওয়ার্ডের তোর্সা বাঁধের পাশেই টিনের বাড়ি ছিল ওই বৃদ্ধার।
আরও পড়ুন: কাকাশ্বশুরের সঙ্গে সম্পর্ক, এমনই কামনা, ৮ সন্তানকে রেখে ঘর ছাড়ল পরকীয়ায় মত্ত যুগল!
স্থানীয় সূত্র জানতে পারা গিয়েছে, দ্রুত গতিতে খাগড়াবাড়ি থেকে ঘুঘুমারির পথে যাওয়া এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তার রেলিং ভেঙে এক বাড়িতে গিয়ে পড়ে। ওই গাড়িটি ছিল এক ডাক্তারের। হঠাৎ করেই সেই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে বাঁধের পাশে লাগানো রেলিং ভেঙে দু'টো বাড়ির উপরে গিয়ে আছড়ে পড়ে। গাড়িতে থাকা ডাক্তার ও তাঁর ড্রাইভার গুরতর আহত হয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ১০০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু, শীতের নাচন শেষে ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি-সহ ডুয়ার্স
এছাড়াও তাঁরা দু'জনে নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন বলে অভি‌যোগ। তবে একটি বাড়িতে এক বৃদ্ধা মহিলা ঘুমিয়ে ছিলেন। এই দুর্ঘটনার জেরে তাঁর অবস্থা গুরুতর আশঙ্কাজনক। যদিও এই ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় মানুষেরা উদ্ধার কাজে হাত লাগান। দ্রুততার সঙ্গে এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
advertisement
তারপর এই ঘটনার খবর পাঠানো হয় কোচবিহার কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাগ্রস্থ ওই গাড়িটিকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে এই ওয়ার্ডের কাউন্সিলর ও কোচবিহার পুরসভার পুরপ্রধান ঘটনাস্থলটি পরিদর্শনে যান। এবং দুর্ঘটনাগ্রস্থ বাড়ি দু'টিকে পুরো সংস্কার করতে সাহায্যের প্রতিশ্রুতি দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, "এই দুর্ঘটনার জেরে এক বৃদ্ধা মহিলা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। এছাড়া ঘাতক ওই গাড়িটিকে আটক করা হয়েছে। তবে গাড়ির ভিতরে থাকার ড্রাইভার ও ডাক্তার দু'জনেই গুরুতর আহত হয়েছেন। তাই বর্তমান সময়ে তাঁদেরও চিকিৎসা চলছে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: মারাত্মক! বাইপাস রোডের রেলিং ভেঙে চিকিৎসকের গাড়ি ঢুকে গেল বাড়িতে, পিষে দিল বৃদ্ধাকে, দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement