হোম » ছবি » জলপাইগুড়ি » ১০০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু, শীতের নাচন শেষে কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি

Jalpaiguri Weather Update: ১০০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু, শীতের নাচন শেষে ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি-সহ ডুয়ার্স

  • 16

    Jalpaiguri Weather Update: ১০০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু, শীতের নাচন শেষে ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি-সহ ডুয়ার্স

    ঠান্ডায় ফের যেন কেঁপে উঠছে উত্তরের প্রকৃতির রূপ। তবে কাঁপুনি এখন অনেকটাই কম। বুধবার কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি জেলা। বেশ কয়েক দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোর সঙ্গে জলপাইগুড়িতে উষ্ণতার পারদ অনেকটাই বেড়ে গিয়েছিল। গরমের একটু গরমে আমেজ এসেছিল উওরবঙ্গে বিভিন্ন জেলাগুলিতে। (ছবি ও তথ্য-- সুরজিৎ দে)

    MORE
    GALLERIES

  • 26

    Jalpaiguri Weather Update: ১০০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু, শীতের নাচন শেষে ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি-সহ ডুয়ার্স

    বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছিল আকাশের মুখ একটু ভার। চারিদিকে ছিল শুধু সাদা কুয়াশার আস্তরণ। রাস্তা-ঘাটেও কম মানুষের আনাগোনা। সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি-সহ ডুয়ার্স।

    MORE
    GALLERIES

  • 36

    Jalpaiguri Weather Update: ১০০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু, শীতের নাচন শেষে ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি-সহ ডুয়ার্স

    বেশ কয়েক দিন ধরে উত্তরবঙ্গে শীত অনেকটাই কম। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ। চারিদিক কুয়াশায় ঢাকা। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। মাঘ মাসের শেষ দিকেও এমনই চিত্র দেখা যাচ্ছে শহর জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে।

    MORE
    GALLERIES

  • 46

    Jalpaiguri Weather Update: ১০০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু, শীতের নাচন শেষে ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি-সহ ডুয়ার্স

    ঘন কুয়াশা ঢেকে রেখেছে গোটা এলাকা। পারদ বাড়লেও ঘন কুয়াশা কমছে না শহর জলপাইগুড়ি থেকে। নিত্যদিনের যাত্রী সংখ্যাও একটু থমকে গিয়েছে এই কুয়াশার কারণে। সেই মাঘে মাসে প্রথম দিকের ঠান্ডা অনুভূত হচ্ছে।

    MORE
    GALLERIES

  • 56

    Jalpaiguri Weather Update: ১০০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু, শীতের নাচন শেষে ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি-সহ ডুয়ার্স

    শহর জলপাইগুড়িতে একজন বাসিন্দা নিত্যযাত্রী বেনু দাস বলেন, জলপাইগুড়ি শহরে ঠান্ডার প্রকোপ একটু বেশি। তাও দু'দিন যে হারে রোদের মুখ দেখা গিয়েছিল ভেবেছিলাম ঠান্ডা চলে গিয়েছে। কিন্তু আজ তার অন্যরকম চিত্র। সকাল থেকেই ঘন কুয়াশায় মুড়ে রয়েছে শহর জলপাইগুড়ি। একটু থমকে গিয়েছে সাধারণ স্বাভাবিক জীবনযাপন।

    MORE
    GALLERIES

  • 66

    Jalpaiguri Weather Update: ১০০ মিটার দূরত্বেও দেখা যাচ্ছে না কিছু, শীতের নাচন শেষে ঘন কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি-সহ ডুয়ার্স

    অন্যদিকে, পেপার বিক্রেতা রমেশ মাঝি জানান, সকাল থেকেই ঘন কুয়াশা ঢেকে গিয়েছে শহর জলপাইগুড়িতে। ১০০ মিটার দূরের মানুষকেও দেখা যাচ্ছে না এমন কুয়াশা শহর জলপাইগুড়িতে। তেমন ভাবে ঠান্ডা নেই ঠিকই, কিন্তু মাঝে মাঝে একটু হালকা হাওয়া বইছে। (ছবি ও তথ্য-- সুরজিৎ দে)

    MORE
    GALLERIES