ঠান্ডায় ফের যেন কেঁপে উঠছে উত্তরের প্রকৃতির রূপ। তবে কাঁপুনি এখন অনেকটাই কম। বুধবার কুয়াশায় ঢেকে জলপাইগুড়ি জেলা। বেশ কয়েক দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোর সঙ্গে জলপাইগুড়িতে উষ্ণতার পারদ অনেকটাই বেড়ে গিয়েছিল। গরমের একটু গরমে আমেজ এসেছিল উওরবঙ্গে বিভিন্ন জেলাগুলিতে। (ছবি ও তথ্য-- সুরজিৎ দে)
শহর জলপাইগুড়িতে একজন বাসিন্দা নিত্যযাত্রী বেনু দাস বলেন, জলপাইগুড়ি শহরে ঠান্ডার প্রকোপ একটু বেশি। তাও দু'দিন যে হারে রোদের মুখ দেখা গিয়েছিল ভেবেছিলাম ঠান্ডা চলে গিয়েছে। কিন্তু আজ তার অন্যরকম চিত্র। সকাল থেকেই ঘন কুয়াশায় মুড়ে রয়েছে শহর জলপাইগুড়ি। একটু থমকে গিয়েছে সাধারণ স্বাভাবিক জীবনযাপন।