District Durga Puja 2022 II বিহারের মধুবনী চিত্রকলা দেখতে চান? তাহলে অবশ্যই আসুন কোচবিহার সংহতি ক্লাবের মণ্ডপে

Last Updated:

দীর্ঘ বহু বছর ধরে দুর্গা পুজোয় একটু আলাদা রকমের থিমের মাধ্যমে সমগ্র কোচবিহার বাসীর মন জয় করে আসছে কোচবিহার সংহতি ক্লাব। এবছর তাদের দুর্গা পুজো ৬১তম বর্ষে পদার্পণ করতে চলেছে।

+
বিহারের

বিহারের মধুবনী চিত্রকলা

#কোচবিহার : দীর্ঘ বহু বছর ধরে দুর্গা পুজোয় একটু আলাদা রকমের থিমের মাধ্যমে সমগ্র কোচবিহার বাসীর মন জয় করে আসছে কোচবিহার সংহতি ক্লাব। এবছর তাদের দুর্গা পুজো ৬১তম বর্ষে পদার্পণ করতে চলেছে। দীর্ঘ দু'বছরের করোনা আবহের রেশ কাটিয়ে তুলতে এবছর তাদের পুজো করা হচ্ছে জমজমাট ভাবে। পুজোর বাজেটও রয়েছে বেশ অনেকটাই। এবছর তাদের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে বিহারের মধুবনী চিত্রকলার মাধ্যমে। এছাড়াও তার পাশাপাশি আকর্ষণীয় ভাবে থাকছে সুদূর কোলকাতার প্রতিমা শিল্পী দ্বারা নির্মিত দুর্গা প্রতিমা। সংহতি ক্লাবের সদস্যরা আশা রাখছেন এ বছর তাদের দুর্গা মণ্ডপেসাধারণ মানুষের ভিড় উপচে পড়বে।
কোচবিহার সংহতি ক্লাবের গুগল ম্যাপ লিঙ্ক:
Sanghati Club
advertisement
সংহতি ক্লাবের সম্পাদক গৌর চন্দ্র দাস জানান, "প্রতি বছরের মতোই এবছরেও সংহতি ক্লাবের দুর্গা পুজো একটু অন্যরকম ভাবে সাধারন মানুষের সামনে উঠে আসতে চলেছে। মণ্ডপেরভেতরের চারিপাশের দেওয়ালে বিহারের মধুবনী চিত্রকলা ফুটিয়ে তোলা হচ্ছে। এছাড়াও সুদূর কোলকাতার প্রতিমা শিল্পী মানিক পাল তৈরি করছেন এ বছরের দুর্গা প্রতিমা। সব মিলিয়ে এবছর আমাদের পুজো মণ্ডপে আকর্ষণীয় ভিড় চোখে পড়বে এমনটাই মনে হচ্ছে”।
advertisement
আরও পড়ুনঃ দশ দফা দাবি নিয়ে অনশনের ডাক জেলা ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতির
এছাড়া পুজো কমিটির সম্পাদক ভরত রায় বলেন, "এবছর সংহতি ক্লাবের পুজোর বাজেট থাকছে আনুমানিক প্রায় ৬ লক্ষ টাকা। তবে এখনো পর্যন্ত প্রায় তিন থেকে চার লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, মহালয়ার পরেই সমস্ত কাজ সম্পন্ন করা হয়ে যাবে।" প্রতিবছর দুর্গা পুজোর সময় একটু অন্যরকম থিমের মাধ্যমে বিপুল পরিমাণ দর্শনার্থীদের এবং পুণ্যার্থীদের মন আকর্ষণ করে আসছে কোচবিহার হাজরাপাড়া সংহতি ক্লাব।
advertisement
আরও পড়ুনঃ আর্থিক কারণে খুন! যুবকের পরিণতি শুনলে চমকে উঠবেন...
এ বছরেও তার অন্যথায় হবে না। এমনটাই আশা রাখছেন সংহতি ক্লাবের প্রত্যেকটি সদস্য। সেই মর্মে পুজোর সমস্ত প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। দ্রুত সমস্ত কাজ সম্পন্ন করে চতুর্থীর মধ্যেই পুজো মণ্ডপদর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে। সব মিলিয়ে একটু অন্য রকম স্বাদের পুজো উপভোগ করতে চাইলে ঘুরতে আসতেই পারেন কোচবিহার সংহতি ক্লাবের দুর্গা পুজো দেখতে।
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
District Durga Puja 2022 II বিহারের মধুবনী চিত্রকলা দেখতে চান? তাহলে অবশ্যই আসুন কোচবিহার সংহতি ক্লাবের মণ্ডপে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement