Cooch Behar News: আর্থিক কারণে খুন! যুবকের পরিণতি শুনলে চমকে উঠবেন...
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
কোচবিহারের পুন্ডিবাড়ি থানার খাপাইডাঙ্গা এলাকায় নিখোঁজ এক ব্যাক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।
#কোচবিহার : কোচবিহারের পুন্ডিবাড়ি থানার খাপাইডাঙ্গা এলাকায় নিখোঁজ এক ব্যাক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। পুন্ডিবাড়ি থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে,ওই নিখোঁজ ব্যক্তির মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতারও করেছে। নিখোঁজ যেই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে তার নাম রফিকুল মিয়াঁ এবং তার বয়স ২৯। খাপাইডাঙ্গা এলাকার একটি নদী পাড় থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় যে ব্যক্তিকে আটক করা হয়েছে তার নাম অমল রায়। মূলত আর্থিক কারনে রফিকুল মিয়াঁকে খুন করা হয়েছে বলে অমল রায় তাঁর দোষ স্বীকার করে জানিয়েছেন।
আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে আচমকাই নিখোঁজ হয়ে যান রফিকুল। গতকাল পুন্ডিবাড়ি থানায় গিয়ে রফিকুলের পরিবারের লোকজন একটি নিখোঁজ হওয়ার অভিযোগ লিখিত ভাবে জমা করে। এরপরে পুলিশ তদন্তে নেমে অমল রায় নামে ব্যক্তির সঙ্গে মৃত ওই ব্যক্তির আর্থিক বিষয় নিয়ে সমস্যা আছে বলে জানতে পারে। এরপরেই তাঁকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুন্ডিবাড়ি থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ নেই পর্যাপ্ত আয়, পেটের দায়ে দর্জি এখন চা বিক্রেতা!
আজ তিনি তাঁর দোষ স্বীকার করে নিয়ে দেহের হদিস জানায়। এরপরেই পুলিশ গিয়ে সেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। তবে এভাবে শুধুমাত্র টাকার কারণে খুনের ঘটনায় রীতিমত চঞ্চল্য ছড়িয়েছে গোটা পুন্ডিবাড়ি খাপাইডাঙ্গা এলাকা জুড়ে। আজ খুনের দায়ে ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এতে এই খুনের বিষয়ে আরোও তদন্ত করে নতুন তথ্য খুজে পেতে পারে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির! এলাকায় শোকের ছায়া
তবে মৃত রফিকুল মিয়াঁ নামে ওই ব্যক্তির খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীরা খুনের অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। নাহলে তারা আন্দোলনের পথে নামবেন এমনটাই জানানো হয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 19, 2022 2:21 PM IST