Cooch Behar News: মাছ ধরতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির! এলাকায় শোকের ছায়া
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিরহাট কার্লভাট সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মৃত এক ব্যক্তি। মৃত এই ব্যক্তির দেহ তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল থেকে উদ্ধারের পর তুফানগঞ্জ থানার পুলিশ নিয়ে যায়।
#তুফানগঞ্জ : শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিরহাট কার্লভাট সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মৃত এক ব্যক্তি। মৃত এই ব্যক্তির দেহ তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল থেকে উদ্ধারের পর তুফানগঞ্জ থানার পুলিশ নিয়ে যায়। এদিন ওই মৃত ব্যক্তির দেহটিকে তুফানগঞ্জ থানার পুলিশের উদ্যোগে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত ব্যক্তির দেহটিকে তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে তুফানগঞ্জ পুলিশের পক্ষ থেকে।
তুফানগঞ্জ থানা সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম হাসানুদ্দিন মিয়া, এবং তার বাড়ি তুফানগঞ্জ ২ নং ব্লকের শালবাড়ি বাঁশরাজা প্রথম খন্ড এলাকায়। গতকাল জুম্মার নামাজ শেষ করে বাড়ি ফেরার পর তিনি রাতে ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। হরিরহাট কার্লভাট সংলগ্ন এলাকায় একটি দ্রুত গতিতে আসার ট্রাক্টর তাকে পিছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ নেই পর্যাপ্ত আয়, পেটের দায়ে দর্জি এখন চা বিক্রেতা!
ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তীতে তুফানগঞ্জ থানার পুলিশ তুফানগঞ্জ হাসপাতাল থেকে মৃত ওই ব্যক্তির দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং আজ ওই ব্যক্তির দেহটিকে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়। মৃত ওই ব্যক্তির এক প্রতিবেশী ইমামুল হোসেন বলেন, "গতকাল রাতে হাসানুদ্দিন মিয়া জুম্মার নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন”।
advertisement
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 17, 2022 3:37 PM IST