Cooch Behar News: দশ দফা দাবি নিয়ে অনশনের ডাক জেলা ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতির
- Published by:Ananya Chakraborty
Last Updated:
দাবি পূরণ না হলে পুজোর আগেই অনশনে বসতে যাচ্ছে কোচবিহার জেলার ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতির সদস্যরা।
#কোচবিহার : দাবি পূরণ না হলে পুজোর আগেই অনশনে বসতে যাচ্ছে কোচবিহার জেলার ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতির সদস্যরা। এদিন চাকরি সহ মোট দশ দফা দাবি নিয়ে কোচবিহার শহরে মিছিল করে জেলাশাসক দপ্তরের বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি প্রদান করে কোচবিহার জেলা ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতি সদস্যরা। তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না। তাদের কাছ থেকে জমি নিয়ে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বর্তমান সে চাকরি তারা আর পাচ্ছেন না।
প্রসঙ্গত, এর আগেও তারা বহুবার বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তবে এদিন শেষবারের মতো তারা স্মারকলিপি প্রদান করছেন বলে জানানা হয় কোচবিহার জেলা ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতি সদস্যদের পক্ষ থেকে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর অনশন আন্দোলনে বসবেন বলে জানান তারা।
advertisement
আরও পড়ুনঃ জোরালো দাবি উঠল মাথাভাঙ্গা সুপার স্পেশালিটি হাসপাতালের!
তাদের দাবি গুলোর মধ্যে রয়েছে প্রত্যেক ল্যান্ড লুজারদের কে অবিলম্বে স্পেশালভাবে সরকারি চাকরি দিতে হবে। ল্যান্ড লুজারদের চাকরির ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় দিতে হবে। রাজ্য সরকারকে প্রত্যেক রিক্রুটমেন্টের ক্ষেত্রে ল্যান্ড লুজারদের জন্য আলাদা ভাবে সংরক্ষণ দিতে হবে। এবং সেই সংরক্ষণ ল্যান্ড লুজারদের দিয়েই পূরণ করতে হবে। শুন্য পদ ফাঁকা রাখা যাবে না। এই সমস্ত দাবি মিলিয়ে মোট ১০ দফা দাবি রয়েছে তাদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আর্থিক কারণে খুন! যুবকের পরিণতি শুনলে চমকে উঠবেন...
তবে এদিনের কোচবিহার জেলা ভূমি ও বাস্তুহারা কল্যাণ সমিতি সদস্যদের জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদানের বিষয় নিয়ে প্রশাসনিক দফতর সূত্রে জানানো হয়, 'স্মারকলিপি জেলা শাসকের দফতরের কাছে জমা পড়েছে। আগেও এই ধরনের স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। বর্তমানে বিষয়টি রাজ্য সরকার কে জানানো হয়েছে। রাজ্য সরকার এ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের যে সিদ্ধান্ত হবে সেটাই মানা হবে।'
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 20, 2022 7:56 PM IST