Bengal Sweet: বাঙালির রসনা তৃপ্ত করতে বাজারে আসছে নতুন মিষ্টি! পুজোর মুখে নয়া চমক দিল 'এই' জেলা

Last Updated:

Bengal Sweet: বাঙালির সমস্ত পার্বণ কেমন যেন অসম্পূর্ণ বলে মনে হয় মিষ্টি না থাকলে। যেকোনো পার্বণে বাঙালি রসনা তৃপ্ত করে রকমারি সমস্ত মিষ্টির স্বাদ। 

+
পুজোর

পুজোর আগে বাজারে মিষ্টির সম্ভার!

কোচবিহার: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে বাঙালির সমস্ত পার্বণ কেমন যেন অসম্পূর্ণ বলে মনে হয় মিষ্টি না থাকলে। যেকোনও পার্বণে বাঙালি রসনা তৃপ্ত করে রকমারি সমস্ত মিষ্টির স্বাদ। সামনেই আসন্ন দুর্গা পুজো। আগামিকাল গণেশ পুজো। মূলত সেই কারণেই কোচবিহারের সমস্ত মিষ্টির দোকানগুলিতে রকমারি মিষ্টির সম্ভার তৈরি করা হয়েছে।
কোচবিহারের বেশ কিছু পুরনো দোকানে রকমারি মিষ্টি ইতিমধ্যেই বানানো শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বেশ কিছু দোকানে নতুন মিষ্টি বিক্রি শুরুও হয়ে গিয়েছে। ছোট বড় প্রায় প্রত্যেক মিষ্টির দোকানে মিষ্টি কিনতে প্রচুর মানুষের ভিড় চোখে পড়ছে।
advertisement
advertisement
কোচবিহারের এক মিষ্টি ব্যবসায়ী অভিজিৎ বণিক জানান, “বড় উৎসব হল দুর্গা পুজো। তবে আগামীকাল রয়েছে গণেশ চতুর্দশী। ঠিক সেই কারণেই দোকানে এখন অনেক ধরনের মিষ্টি বানানো হয়েছে। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের লাড্ডু বানিয়েছেন তাঁরা। এছাড়াও বানানো হয়েছে জনপ্রিয় তালের সন্দেশ এবং মোদক। তবে সমস্ত মিষ্টির দাম সাধারণ মানুষের সাধ্যের একেবারে নাগালের মধ্যে রাখা হয়েছে। যেকোনো পুজোর দিনে ক্রেতারা রীতিমত উপচে পড়ে দোকানের মধ্যে। তাই আগে থেকেই পর্যাপ্ত পরিমাণে সন্দেশ তৈরি করে রাখা হচ্ছে দোকানের মধ্যে। যাতে ক্রেতাদের দোকান থেকে ঘুরে যেতে না হয়।”
advertisement
কোচবিহারের আরেক মিষ্টি ব্যবসায়ী নারায়ণ ঘোষ জানান, “বেশ কিছু নতুন মিষ্টি নিয়ে আসা হয়েছে দোকানের মধ্যে। তবে পুজো উপলক্ষে আরো বেশ কিছু মিষ্টি তৈরি করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তবে সেই সমস্ত মিষ্টি গুলির দামও একেবারে নাগালের মধ্যে রাখা হবে সকলের। তবে বর্তমানে প্রকাণ্ড সাইজের মতিচুর লাড্ডু বেশি বিক্রি হচ্ছে। এই লাড্ডুর দাম রয়েছে ৫০ টাকা।”
advertisement
এছাড়া আরেক মিষ্টি ব্যবসায়ী বিশ্বজিৎ বণিক, “গণেশ চতুর্দশীর উপলক্ষে বাঙালিরা বেশিরভাগ লাড্ডু পছন্দ করে থাকেন। তাই লাড্ডুর পরিমাণ এখন বেশি রাখা হয়েছে দোকানের মধ্যে। তবে ক্রেতাদের একাংশ মুখিয়ে রয়েছেন নিত্য নতুন স্বাদের রকমারি মিষ্টি কেনার জন্য।” পুজো উপলক্ষ্যে বাজারের মিষ্টি বিক্রেতারা ক্রেতাদের পছন্দের নিত্য নতুন স্বাদের মিষ্টি এবং লাড্ডু তৈরি করতে শুরু করেছেন।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Bengal Sweet: বাঙালির রসনা তৃপ্ত করতে বাজারে আসছে নতুন মিষ্টি! পুজোর মুখে নয়া চমক দিল 'এই' জেলা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement