Knowledge Story: ৯৯.৯% মানুষই জানেন না সঠিক উত্তর! বলুন তো দেখি 'রেলস্টেশন'-এর বাংলা কী?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: সময় তো কাটিয়েছেন অনেক! বলুন দেখি 'রেলস্টেশন'-এর বাংলা কী? ৯৯.৯% মানুষই জানেন না!
কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, ট্রেনকে বাংলায় কী বলে? হয়ত দ্রুত বলে দিতে পারেন 'লৌহপথ গামিনী যান'। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করেন রেলস্টেশনকে বাংলায় কী বলে? ৯৯.৯ % মানুষই কিন্তু বলতে পারবে না।
advertisement
রেলস্টেশনে গেলেই আপনি নিশ্চয়ই অনেক ট্রেন দেখেন। আর ট্রেনে ভ্রমণও তো করেছেন প্রায়ই। কিন্তু এই আপনিই কি কখনও ভেবে দেখেছেন কেন এগুলির নাম সর্বদা ইংরেজিতে বলা হয়?
advertisement
আপনি কি কখনও ভেবে দেখেছেন এর স্টেশনের বাংলা নাম কী? যদিও আমাদের হয়তো এই মুহূর্তে এই শব্দগুলির বাংলা নামের প্রয়োজন নেই, তবে আমাদের জানার জন্যই কিন্তু এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ। আসুন আমরা আপনাকে বলি যে রেলওয়ে স্টেশন এবং ট্রেনকে বাংলায় কী বলা হয়।
advertisement
ট্রেন ভ্রমণের সময়, আমাদের এমন অনেক শব্দ ব্যবহার করতে হয় যা আমরা কেবল ইংরেজিতে জানি। খুব কমই কেউ জানে যে এই শব্দগুলি বাংলায় কী বলে।
advertisement
এর পিছনে কারণ হল শব্দগুলির বাংলা অর্থ এতই কঠিন যে তা বলা খুবই কঠিন। এই ধরণের শব্দ তেমন একটা শোনাও যায় না। কিন্তু নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা থেকেই এই বাংলাগুলি জেনে রাখতে ভাল লাগে সবার।
advertisement
ট্রেনকে বাংলায় কী বলে বলুন তো? কেউ কেউ মনে করেন রেলওয়ে স্টেশন বা ট্রেনের জন্য কোনও বাংলা শব্দ আসলে নেই। তবে সবার যে বাংলা নাম আছে তা নয়। প্রথমেই বলে রাখি বাংলায় ট্রেন কাকে বলে।
advertisement
রেল বা ট্রেনের বাংলা অর্থ হল ‘লৌহ পথ গামিনী’। এখন যদি আমরা এই শব্দের সম্পূর্ণ অর্থ বের করি, তাহলে 'লোহার পথ' অর্থাৎ ট্র্যাক এবং 'গামিনী' অর্থ যে 'অনুসরণ করে' বা 'এগিয়ে চলে'।
advertisement
এবার বলুন দেখি রেলওয়ে স্টেশনকে বাংলায় কী বলা হয়? 'রেলওয়ে স্টেশন'কে হিন্দিতে বলা হয় ‘লৌহ পথ গামিনী বিরাম বিন্দু’ বা ‘লৌহ পথ গামিনী বিশ্রাম স্থান’। এই নামটি এতই দীর্ঘ যে মানুষ ইংরেজিতে রেলস্টেশন বলতেই বেশি স্বচ্ছন্দ বোধ করবেন।
advertisement