ডেবিট কার্ড ছাড়াও এবার SBI এটিএম থেকে তুলতে পারবেন টাকা! দেখে নিন কীভাবে....

Last Updated:

বিনা ডেবিট কার্ডে ক্যাশ তোলার জন্য কী করতে হবে দেখে নিন-

#নয়াদিল্লি: বাড়িতে এটিএম কার্ড ভুলে গিয়েছেন ? আর টাকা তুলতে সমস্যায় পড়তে হবে না ৷ এবার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক ৷ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তাদের কোটি কোটি গ্রাহকদের ডেবিট কার্ড ছাড়াই ক্যাশ তোলার সুবিধা দিয়ে থাকে ৷ ব্যাঙ্ক এর জন্য ইয়োনো ক্যাশের (YONO Cash) সুবিধা দিয়ে থাকে ৷ এর সাহায্য এটিএম ছাড়াও পিওএস টার্মিনাল ও কাস্টোমার সার্ভিস পয়েন্ট (CSP) থেকে টাকা তুলতে পারবেন ৷
এর জন্য নিজের ফোনে স্টেট ব্যাঙ্কের Yono App ইনস্টল করতে হবে ৷ এই অ্যাপের মাধ্যমে স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে সহজেই টাকা তোলা যাবে ৷ ইয়োনো অ্যাপের মাধ্যমে ন্যূনতম ৫০০ এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা তোলা যেতে পারে ৷
advertisement
advertisement
বিনা ডেবিট কার্ডে ক্যাশ তোলার জন্য কী করতে হবে দেখে নিন-
>> সবার প্রথমে ইয়োনো অ্যাপে লগইন করতে হবে
>> এরপর হোমপেজে YONO Cash এ ক্লিক করতে হবে
>> এবার YONO Cash থেকে এটিএম সেকশনে ক্লিক করতে হবে
advertisement
>> এরপর অ্যামাউন্ট এন্টার করতে হবে
>> ৬ অঙ্কের একটি পিন তৈরি করতে হবে ৷ এরপরে ইয়োনো ক্যাশ >>ট্রানজাকশন নম্বর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পৌঁছে যাবে যা কেবল ৬ ঘণ্টার জন্য ভ্যালিড থাকবে
>> এটিএমে ইয়োনো ক্যাশ অপশনে ট্যাপ করতে হবে ৷ এরপর রেজিস্টার্ড >> মোবাইল নম্বরে পাঠানো ইয়োনো ক্যাশ ট্রানজাকশন নম্বর ও আপনার তৈরি করা ৬ অঙ্কের পিন নম্বর দিতে হবে
advertisement
>> এই প্রসেস পুরো হওয়ার পর ক্যাশ কালেক্ট করতে পারবেন
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ডেবিট কার্ড ছাড়াও এবার SBI এটিএম থেকে তুলতে পারবেন টাকা! দেখে নিন কীভাবে....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement