Business Idea: এই ব্যবসা করেই রাতারাতি হবেন 'মালামাল'...! মাত্র ৫০০ টাকা বিনিয়োগেই মাসে মাসে আয় মোটা টাকা

Last Updated:

Business Idea: মাত্র দু'দিনে কাজ শিখে ৫০০-৭০০ টাকার পুঁজি দিয়ে কর্ডের ব্যাগ তৈরি করে সহজেই মহিলারা ব্যবসা করে, স্বনির্ভর হতে পারে মহিলারা৷

+
মাত্র

মাত্র দু'দিনে করের ব্যাগ তৈরি শিখে ব্যবসা শুরু করা যেতে পারে

হাওড়া: কর্ডের ব্যাগ তৈরি করে স্বনির্ভর হওয়া সম্ভব ৷ বিভিন্ন সংস্থা ও যুব সংগঠন এই বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে৷ হাওড়ার মীনা পাল এই ব্যবসা করে নিজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি অনেক মহিলাকে স্বনির্ভর করে তুলতে সাহায্যও করে চলেছেন ৷
বর্তমানে মহিলারা কর্ডের ব্যাগ তৈরি করে ব্যবসা শুরু করছেন ৷ এই ব্যবসাটি শুরু করা তুলনামূলকভাবে সহজ এবং এটি পরিবেশবান্ধব৷ এই ব্যাগের চাহিদা অনেক বেশি, বিশেষ করে যারা টেকসই পণ্য পছন্দ করেন | মাত্র দু’দিনে এই ব্যাগ তৈরি শিখে অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করা যেতে পারে৷
advertisement
advertisement
কর্ডের ব্যাগ তৈরীর প্রয়োজনীয় উপকরণ যেমন – কর্ড, সুতা, এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ লাগে৷ যা স্বল্প মূল্যেই বাজারে মেলে৷ ছোটো ব্যাগগুলির দাম শুরু হয় দুইশো-আড়াইশো টাকা থেকে৷ তারপর সাড়ে তিনশো, তার থেকে বড়গুলি সাড়ে চারশো,এবং সবথেকে বড়মাপেরগুলি সাড়ে পাঁচশো টাকায় বিক্রি হয়ে থাকে৷ যদিও ডিজাইন অনুযায়ী ৭০০-৮০০ টাকা পর্যন্ত হতে পারে।
advertisement
মীনা পাল জানান, পারিবারিক নানান সমস্যা প্রতিকূলতাকে পেরিয়ে দেরিতে হলেও অনেক মহিলাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে ৷ হাওড়ার অনেক মহিলাই তাঁর কাছে আসেন এবং কর্ড-এর ব্যাগ তৈরি করে স্বাবলম্বী হয়েছেন৷ এই ব্যবসা শুরু করার জন্য বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না৷ আপনার হাতে থাকা কিছু টাকা দিয়েও এই ব্যবসা শুরু করা যেতে পারে এবং অবসর সময়ে ব্যাগ বানিয়ে নিজেও স্বনির্ভর হওয়া যায় ৷
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এই ব্যবসা করেই রাতারাতি হবেন 'মালামাল'...! মাত্র ৫০০ টাকা বিনিয়োগেই মাসে মাসে আয় মোটা টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement