East Burdwan News: মাত্র ১২০০ টাকা দিয়ে এই চাষ করে আপনিও আয় করতে পারবেন মোটা টাকা

Last Updated:

এই গাছ ৫৫ বছর পর্যন্ত ফলন দেবে এবং এটি একটি শর্ট হাইটের গাছ।

+
title=

পূর্ব বর্ধমান: আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন ? বাড়ির মধ্যে বা পাশে কিছুটা জায়গা রয়েছে ? তাহলে আপনিও লাগিয়ে দেখতে পারেন এই গাছ অথবা করতে পারেন এই চাষ। একবার কিছুটা টাকা খরচ করে এই গাছের চারা কিনলেই ফল পাবেন বছর বছর। এককালীন ১২০০ টাকা ব্যয়ে বিশেষ প্রজাতির নারকেল গাছের চারা রোপণ করলেই মাত্র কয়েক বছরের মধ্যে ফেরত পাবেন কয়েক গুণ লভ্যাংশ।
এই বিশেষ প্রজাতির ভিয়েতনাম নারকেল চাষে মোটা টাকা অর্জনের পথ দেখাচ্ছে পূর্ব বর্ধমানের এক বেসরকারি সংস্থা। এই সংস্থার ডিরেক্টর শেখ মহ: রফিক জানান , ‘নারকেল চাষের কথা বলা হচ্ছে সেটা হল ভিয়েতনামি সিয়াম গ্রিন প্রজাতির নারকেল , একটা আস্ত ফুটবলের মত সাইজ। এই নারকেলের গুণ হচ্ছে  800 ml জল পাওয়া যায় এবং মিনিমাম 1 সেন্টিমিটার মতো শাঁস পাওয়া যায় ।’
advertisement
advertisement
এটা আপনারা লাগাবেন এই কারণেই কারণ দেশীয় জাতের তুলনায় এই নারকেলের ফলন তাড়াতাড়ি হচ্ছে। এই গাছ লাগানোর তিন বছরের মধ্যে ফলন দিতে শুরু করবে এবং একটি গাছ থেকে বছরে মিনিমাম ২৫০ টি এবং ম্যাক্সিমাম ৩৫০ টি নারকেল পাওয়া যাচ্ছে । এই গাছ ৫৫ বছর পর্যন্ত ফলন দেবে এবং এটি একটি শর্ট হাইট এর গাছ।
advertisement
এই গাছের সর্বোচ্চ হাইট ২৫ ফুট পর্যন্ত হয়। এই চাষ আপনি একটি গাছ দিয়েও শুরু করতে পারেন। চাষের সঙ্গে প্রশিক্ষণ থাকবে সম্পূর্ণ বিনামূল্যে । এছাড়াও গাছ লাগানোর ৬ মাসের মধ্যে যদি গাছ কোনো কারণে মারা যায় তাহলে একদম বিনামূল্যে গাছ চেঞ্জ করে দেওয়া হবে। এর পাশাপাশি যদি তিন বছরের পর থেকে বছরে ২৫০ টির কম নারকেল হয়, তাহলে গাছ এর সম্পূর্ণ টাকা রিটার্ন করে দেওয়া হবে, তার জন্য থাকবে লিখিত কাগজ । উৎপাদিত ফলন আপনি চাইলে এই সংস্থার কাছেও বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে ডাব এর দাম দেওয়া হবে ২০ টাকা এবং নারকেল হলে দাম দেওয়া হবে ২৫ টাকা।
advertisement
সংস্থার কথামত,হিসাব অনুযায়ী এই গাছ লাগিয়ে একবার ১২০০ টাকা ইনভেস্ট করলে তিন বছর পর থেকে প্রতি বছর কম করে একটি গাছ থেকে ৫০০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
East Burdwan News: মাত্র ১২০০ টাকা দিয়ে এই চাষ করে আপনিও আয় করতে পারবেন মোটা টাকা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement