PAN আপডেট চেয়ে SMS পাঠিয়েছে ব্যাঙ্ক! সাবধান, ক্লিক করলেই খোয়া যেতে পারে টাকা!

Last Updated:
অনেকেই বিষয়টিকে জালিয়াতি বুঝতে পেরে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। কিন্তু বেশ কিছু মানুষ পড়েছেন জালিয়াতির ফাঁদে।
1/5
জালিয়াতির ফাঁদ পাতা ভুবনে। সামান্য অসতর্ক হলেই বিপদে পড়তে হতে পারে। যে কোনও পরিস্থিতির সুযোগ নিতে তৎপর জালিয়াতরা। আর এবার তারা হাতিয়ার করছে PAN-আধার সংযুক্তির বিষয়টিকে।
জালিয়াতির ফাঁদ পাতা ভুবনে। সামান্য অসতর্ক হলেই বিপদে পড়তে হতে পারে। যে কোনও পরিস্থিতির সুযোগ নিতে তৎপর জালিয়াতরা। আর এবার তারা হাতিয়ার করছে PAN-আধার সংযুক্তির বিষয়টিকে।
advertisement
2/5
অভিযোগ, নতুন এক ধরনের ফিশিং চলছে এসএমএস পাঠিয়ে। অনেকের মোবাইলেই ঢুকেছে একটি মেসেজ, যেখানে বলা হয়েছে, PAN ও আধার লিঙ্ক না করা থাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছে।
অভিযোগ, নতুন এক ধরনের ফিশিং চলছে এসএমএস পাঠিয়ে। অনেকের মোবাইলেই ঢুকেছে একটি মেসেজ, যেখানে বলা হয়েছে, PAN ও আধার লিঙ্ক না করা থাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছে।
advertisement
3/5
অনেকেই বিষয়টিকে জালিয়াতি বুঝতে পেরে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। কিন্তু বেশ কিছু মানুষ পড়েছেন জালিয়াতির ফাঁদে।  পরিসংখ্যান বলছে শুধু মুম্বইতেই প্রায় ৪০ জন এমন জালিয়াতির শিকার হয়েছেন। সন্দেহজনক মেসেজে ক্লিক করার কয়েক দিনের মধ্যেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে লক্ষাধিক টাকা। এমনকী এই তালিকায় রয়েছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ নাগমা মোরারজি। একই পদ্ধতিতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
অনেকেই বিষয়টিকে জালিয়াতি বুঝতে পেরে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। কিন্তু বেশ কিছু মানুষ পড়েছেন জালিয়াতির ফাঁদে। পরিসংখ্যান বলছে শুধু মুম্বইতেই প্রায় ৪০ জন এমন জালিয়াতির শিকার হয়েছেন। সন্দেহজনক মেসেজে ক্লিক করার কয়েক দিনের মধ্যেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে লক্ষাধিক টাকা। এমনকী এই তালিকায় রয়েছেন অভিনেত্রী ও রাজনীতিবিদ নাগমা মোরারজি। একই পদ্ধতিতে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।
advertisement
4/5
জানা গিয়েছে, মুম্বইয়ের ৪০ জন বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গিয়েছে। এঁরা প্রত্যেকেই জানিয়েছেন, ভুয়ো এসএমএস পাঠানো হয়েছিল তাঁদের মোবাইলে। ওই মেসেজে বলা হয়েছিল KYC আপডেট করতে হবে। সঙ্গে জমা দিতে হবে PAN। না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
জানা গিয়েছে, মুম্বইয়ের ৪০ জন বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক অভিযোগ করেছেন, তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গিয়েছে। এঁরা প্রত্যেকেই জানিয়েছেন, ভুয়ো এসএমএস পাঠানো হয়েছিল তাঁদের মোবাইলে। ওই মেসেজে বলা হয়েছিল KYC আপডেট করতে হবে। সঙ্গে জমা দিতে হবে PAN। না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে।
advertisement
5/5
এই চল্লিশ প্রতারিতের মধ্যে যেমন নাগমার মতো মানুষ রয়েছেন, তেমনই রয়েছেন আর এক টেলিভিশন অভিনেত্রী শ্বেতা মেননও। তাঁর প্রায় ৫০ হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। শ্বেতার দাবি, ব্যাঙ্কের তরফে KYC চাওয়া হয়েছে দেখে তিনি কিছু সন্দেহ করেননি। লিঙ্কে ক্লিক করে ফেলতেই সেটি অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যায়, যেখানে তাঁর কাছে কাস্টমার আইডি, পাসওয়ার্ড, ওটিপি প্রভৃতি চাওয়া হয়। এমনকী এক মহিলা তাঁকে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন শ্বেতা। ব্যাঙ্ক আধিকারিক পরিচয় দিয়ে ওই মহিলা ওটিপি হাতিয়ে নেন। আর তারপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৫৭,৬৩৬ টাকা তুলে নেয় জালিয়াতরা। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই চল্লিশ প্রতারিতের মধ্যে যেমন নাগমার মতো মানুষ রয়েছেন, তেমনই রয়েছেন আর এক টেলিভিশন অভিনেত্রী শ্বেতা মেননও। তাঁর প্রায় ৫০ হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ। শ্বেতার দাবি, ব্যাঙ্কের তরফে KYC চাওয়া হয়েছে দেখে তিনি কিছু সন্দেহ করেননি। লিঙ্কে ক্লিক করে ফেলতেই সেটি অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যায়, যেখানে তাঁর কাছে কাস্টমার আইডি, পাসওয়ার্ড, ওটিপি প্রভৃতি চাওয়া হয়। এমনকী এক মহিলা তাঁকে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন শ্বেতা। ব্যাঙ্ক আধিকারিক পরিচয় দিয়ে ওই মহিলা ওটিপি হাতিয়ে নেন। আর তারপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৫৭,৬৩৬ টাকা তুলে নেয় জালিয়াতরা। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
advertisement