সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তি! বাড়ল আধার-ভোটার লিঙ্ক করার সময়সীমা!

Last Updated:
আধার কার্ড আর ভোটার কার্ড কীভাবে লিঙ্ক করা সম্ভব? এই লিঙ্কিংয়ের বিষয়টা অত্যন্ত সহজ।
1/9
বর্তমানে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক নিয়েই ব্যস্ত সকলে। কারণ তার মেয়াদ খুব শীঘ্রই শেষ হচ্ছে। আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যেই লিঙ্ক করিয়ে ফেলতে হবে প্যান-আধার। তবে এরই মাঝে স্বস্তি! কারণ অন্য দিকে বাড়ানো হয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা!
বর্তমানে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক নিয়েই ব্যস্ত সকলে। কারণ তার মেয়াদ খুব শীঘ্রই শেষ হচ্ছে। আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যেই লিঙ্ক করিয়ে ফেলতে হবে প্যান-আধার। তবে এরই মাঝে স্বস্তি! কারণ অন্য দিকে বাড়ানো হয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করানোর সময়সীমা!
advertisement
2/9
আসলে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করানোরও নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আর এই গুরুত্বপূর্ণ কাজেরও শেষ দিন ছিল আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখ। ফলে এই সমস্ত লিঙ্ক করার কাজ নিয়ে দিশেহারা হয়ে গিয়েছে সাধারণ মানুষ। তাঁদের বড়সড় স্বস্তি দিয়ে এই সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখ।
আসলে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করানোরও নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আর এই গুরুত্বপূর্ণ কাজেরও শেষ দিন ছিল আগামী ১ এপ্রিল, ২০২৩ তারিখ। ফলে এই সমস্ত লিঙ্ক করার কাজ নিয়ে দিশেহারা হয়ে গিয়েছে সাধারণ মানুষ। তাঁদের বড়সড় স্বস্তি দিয়ে এই সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখ।
advertisement
3/9
কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড কীভাবে লিঙ্ক করা সম্ভব? এই লিঙ্কিংয়ের বিষয়টা অত্যন্ত সহজ। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল (এনভিএসপি) ওয়েবসাইটে গিয়ে কয়েকটি ধাপ পার করলেই নিমেষে আধার এবং ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে।
কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড কীভাবে লিঙ্ক করা সম্ভব? এই লিঙ্কিংয়ের বিষয়টা অত্যন্ত সহজ। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল (এনভিএসপি) ওয়েবসাইটে গিয়ে কয়েকটি ধাপ পার করলেই নিমেষে আধার এবং ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাবে।
advertisement
4/9
অনলাইনে আধার-ভোটার কার্ড লিঙ্ক করার উপায় নিম্নোক্ত:
অনলাইনে আধার-ভোটার কার্ড লিঙ্ক করার উপায় নিম্নোক্ত:
advertisement
5/9
ধাপ ১: প্রথমে এনভিএসপি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ঢুকে ‘Forms’ অপশনে ক্লিক করতে হবে।  ধাপ ২: ওয়েবসাইটে রেজিস্টার্ড থাকলে নিজের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিতে হবে। এর পর ‘লগ-ইন’-এ ক্লিক করতে হবে।
ধাপ ১: প্রথমে এনভিএসপি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ঢুকে ‘Forms’ অপশনে ক্লিক করতে হবে। ধাপ ২: ওয়েবসাইটে রেজিস্টার্ড থাকলে নিজের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিতে হবে। এর পর ‘লগ-ইন’-এ ক্লিক করতে হবে।
advertisement
6/9
ধাপ ৩: যাঁরা রেজিস্টার্ড নন, তাঁরা ‘Don’t have account, Register as a new user’ অপশনে ক্লিক করতে হবে। নিজের মোবাইল নম্বর, ক্যাপচা কোড দিতে হবে। এর পর ‘Send OTP’-এ ক্লিক করতে হবে। ওটিপি, ইপিআইসি নম্বর, পাসওয়ার্ডের মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে।  ধাপ ৪: ‘Form 6B’-তে ক্লিক করতে হবে। নিজের রাজ্য এবং বিধানসভা/ সংসদীয় নির্বাচনী কেন্দ্র বেছে নিতে হবে।
ধাপ ৩: যাঁরা রেজিস্টার্ড নন, তাঁরা ‘Don’t have account, Register as a new user’ অপশনে ক্লিক করতে হবে। নিজের মোবাইল নম্বর, ক্যাপচা কোড দিতে হবে। এর পর ‘Send OTP’-এ ক্লিক করতে হবে। ওটিপি, ইপিআইসি নম্বর, পাসওয়ার্ডের মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে। ধাপ ৪: ‘Form 6B’-তে ক্লিক করতে হবে। নিজের রাজ্য এবং বিধানসভা/ সংসদীয় নির্বাচনী কেন্দ্র বেছে নিতে হবে।
advertisement
7/9
ধাপ ৫: নিজের ব্যক্তিগত তথ্য, ওটিপি, আধার নম্বর প্রদান করতে হবে এবং ‘প্রিভিউ’ বাটনে ক্লিক করতে হবে।  ধাপ ৬: ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে। এর পর আবেদন ট্র্যাক করার জন্য একটা রেফারেন্স নম্বর আসবে।
ধাপ ৫: নিজের ব্যক্তিগত তথ্য, ওটিপি, আধার নম্বর প্রদান করতে হবে এবং ‘প্রিভিউ’ বাটনে ক্লিক করতে হবে। ধাপ ৬: ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে। এর পর আবেদন ট্র্যাক করার জন্য একটা রেফারেন্স নম্বর আসবে।
advertisement
8/9
এসএমএস-এর মাধ্যমে আধার-ভোটার কার্ড লিঙ্ক করার উপায় নিম্নোক্ত:
এসএমএস-এর মাধ্যমে আধার-ভোটার কার্ড লিঙ্ক করার উপায় নিম্নোক্ত:
advertisement
9/9
শুধু অনলাইনেই নয়, এসএমএস-এর মাধ্যমেও ভোটার এবং আধার কার্ড লিঙ্ক করানো সম্ভব। দেখে নেওয়া যাক, সেই উপায়ও।  আধার নম্বরের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক করানোর জন্য প্রথমে ১৬৬ অথবা ৫১৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে। এর পর এই নিম্নোক্ত ফরম্যাটে আবেদন করতে হবে:  ইসিলিঙ্ক<স্পেস><ইপিআইসি নম্বর><স্পেস><আধার নম্বর>
শুধু অনলাইনেই নয়, এসএমএস-এর মাধ্যমেও ভোটার এবং আধার কার্ড লিঙ্ক করানো সম্ভব। দেখে নেওয়া যাক, সেই উপায়ও। আধার নম্বরের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক করানোর জন্য প্রথমে ১৬৬ অথবা ৫১৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে। এর পর এই নিম্নোক্ত ফরম্যাটে আবেদন করতে হবে: ইসিলিঙ্ক<স্পেস><ইপিআইসি নম্বর><স্পেস><আধার নম্বর>
advertisement
advertisement
advertisement