South Dinajpur News : এই পদ্ধতিতে টমেটো চাষ করে দু’হাত ভরে আসছে টাকা
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বালুরঘাট ব্লকের জলঘর এলাকায় মিঠু বাবু বেশ কয়েক বছর ধরে নিজের জমিতে মিশ্র সবজি চাষ করছেন।
দক্ষিণ দিনাজপুর : শুধুমাত্র শীতকালে নয় অত্যাধিক গরমেও অনায়াসে চাষ হচ্ছে টমেটো। অত্যাধুনিক পদ্ধতির মধ্যে দিয়ে চাষ করে গরম কালেও গাছ ভর্তি টমেটো চাষ করে আসছে বিগত কয়েক বছর ধরে। অসময়ে টমেটো চাষ করে তাক লাগাচ্ছে বালুরঘাট ব্লকের মিঠু বর্মন।
বিগত বছরগুলিতেও তিনি এই অসময়ে একটু অন্য পদ্ধতির মাধ্যমে চাষ করে চিরাচরিত চাষবাসের থেকে অনেক বেশি লাভের মুখ দেখছেন। এর ফলে তিনি অন্যান্য বছরের মতো এবছরও টমেটো চাষে জোর দিয়েছেন ব্যাপকভাবে।
advertisement
মিঠুন বাবুর কথায়, “বেশ কয়েক মাস আগে টমেটোর দাম অত্যাধিক হয়ে যাওয়ায় শুধুমাত্র বালুরঘাট বাজার নয়, জেলার অন্যান্য বাজার সহ পার্শ্ববর্তী জেলাতেও তিনি টমেটো রপ্তানি করেছিলেন। বছরে প্রায় তিনবার তিনি টমেটো পার্শ্ববর্তী জেলাতে রপ্তানি করে থাকেন। এছাড়া সারা বছরই স্থানীয় হাট কিংবা বাজারে তাঁর জমির টমেটো বিক্রি করে থাকেন।”
advertisement
প্রসঙ্গত, বালুরঘাট ব্লকের জলঘর এলাকায় মিঠু বাবু বেশ কয়েক বছর ধরে নিজের জমিতে মিশ্র সবজি চাষ করছেন। সারা বছরই তিনি টমেটো চাষ করছেন বিগত কয়েক বছর যাবত। পাশাপাশি, টমেটো গাছ পরিচর্যা করতে সারা বছরই প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে।
advertisement
উল্লেখ্য, গরমের সময় বালুরঘাট সহ জেলা জুড়ে অন্যান্য জায়গা থেকে টমেটো আমদানি করতে হয় স্থানীয় সবজি বিক্রেতাদের। বিষয়টি বেশ কয়েক বছর যাবত লক্ষ করেন কৃষক মিঠু বর্মন। এরপর তিনি ঠিক করেন চিরাচরিত ধান কিংবা পাঠ চাষ বাদ দিয়ে অসময়ে সবজি চাষে মনোনিবেশ করেন। যেমন ভাবা তেমন কাজ। বিগত কয়েক বছর তিনি এই টমেটো চাষ করে চিরাচরিত চাষের থেকে প্রায় দশগুণ লাভ দেখছেন।
advertisement
একদিকে চাষ করে তিনি যেমন লাভের মুখ দেখছেন, অপরদিকে স্থানীয় কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে। এমনই চিন্তা ভাবনা করে তিনি এই কাজে অবতীর্ণ হয়েছিলেন একটা সময়।
আরও খবর পড়তে ফলো করুন
কিন্তু বর্তমানে তাঁর এই চাষে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু মানুষও চিরাচরিত চাষ বাদ দিয়ে এই ধরনের মিশ্র সবজি চাষে শুরু করেছে। বর্তমানে তিনি এই চাষ ২ একর জমির উপরে শুরু করেছেন। আগামী দিনে এই চাষ আরও ব্যাপক আকারে করবেন বলে তিনি জানান।
advertisement
সুস্মিতা গোস্বামী
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 22, 2023 4:32 PM IST









