Post Office Scheme : এই স্কিমে যত বেশি টাকা রাখবেন তত বেশি টাকা রিটার্ন পাবেন, দেখে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অবসরের কথা মাথায় রেখে চাকরির শুরু থেকেই সেভিংস শুরু করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা ৷
বিনিয়োগের জন্য পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম আপনার জন্য বেশ লাভজনক প্রমাণ হতে পারে ৷ পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে যেখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে মোটা রিটার্নও ৷ এরকম একটি জনপ্রিয় স্কিম হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ৷ সাধারণত স্মল সেভিংস স্কিমের সুদের হার প্রতি ত্রৈমাসিকে বদল করা হয় ৷
advertisement
হাতে টাকা থাকলেই খরচা হয়ে যায় ৷ কিন্তু অবসরের কথা মাথায় রেখে চাকরির শুরু থেকেই সেভিংস শুরু করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশেষজ্ঞরা ৷ বেশি টাকা হাতে না রেখে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করায় বুদ্ধিমানের কাজ ৷ ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারলে আপনার জন্য পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সব থেকে ভাল ৷ এই স্কিমে পোস্ট অফিস বর্তমানে ৭.৭০ শতাংশ সুদ দিচ্ছে ৷
advertisement
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) হল ভারতীয় ডাকঘরের অধীনে একটি সঞ্চয় প্রকল্প (Saving Sceme)। এই সার্টিফিকেট কিনতে পারেন যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি, শিশু এবং যে কোনও ট্রাস্ট। এ ছাড়া দু’জন প্রাপ্তবয়স্করও যৌথ ভাবে এই সার্টিফিকেট কিনতে পারেন। ভারতের যে কোনও ডাকঘর থেকে কেনা যায় এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement