Inflation: অক্টোবর মাসে WPI মুদ্রাস্ফীতি বেড়ে গত ৫ মাসের সর্বোচ্চ! জেনে নিন কীসের দাম সব চেয়ে বেশি বেড়েছে!

Last Updated:

উৎপাদিত পণ্য (Manufactured Items) এবং তেলের মূল্য বৃদ্ধির কারণেই মুদ্রাস্ফীতির সূচকে দ্রুত ওঠানামা দেখা গিয়েছে।

#কলকাতা: খাদ্য সামগ্রী থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য, সব কিছুর মূল্যই যেন আকাশ ছোঁয়া। অক্টোবর মাসে ভারতে মুদ্রাস্ফীতি স্তর ১২.৫৪% পৌঁছয় যা গত পাঁচ মাসের রেকর্ড ছাপিয়ে সব চেয়ে বেশি মূল্য হিসেবে শীর্ষস্থান দখল করে। উৎপাদিত পণ্য (Manufactured Items) এবং তেলের মূল্য বৃদ্ধির কারণেই মুদ্রাস্ফীতির সূচকে দ্রুত ওঠানামা দেখা গিয়েছে।
পাইকারি মূল্য সূচকের (Wpi) ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে এপ্রিল মাস থেকে গত সাত ধরে মুদ্রাস্ফীতি দশের ঘরে রয়েছে। এবছর সেপ্টেম্বর মাসে এই দর ছিল ১০.৬৬% যেখানে ২০২০ সালের অক্টোবর মাসে মুদ্রাস্ফীতি ছিল ১.৩১%। প্রায় ১০ গুণ বেশি।
advertisement
advertisement
দ্রুত তেলের দাম বৃদ্ধি
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানিয়েছে, “২০২১ সালের অক্টোবর মাসের মুদ্রাস্ফীতির মূল কারণ হল তেল, খাদ্য পণ্য, পণ্য ও প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক ও রাসায়নিক পণ্য প্রভৃতির মূল্যবৃদ্ধি।” গত এক বছরে এই সমস্ত পণ্যের দাম খুব দ্রুত গতিতে বেড়েছে এবং তারই প্রভাব মুদ্রাস্ফীতির গ্রাফে দেখা যাচ্ছে।
advertisement
গত মাসের মুদ্রাস্ফীতি ছিল ১১.৪১%
অক্টোবর মাসে উৎপাদিত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে ১২.০৪% হয়েছে যা তার আগের মাসে ১১.৪১% ছিল। একই ভাবে, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি অক্টোবর মাসে ৩৭.১৮% ছুঁয়েছে যেখানে সেপ্টেম্বর মাসে তা ২৪.৮১% ছিল। প্রায় সব ক্ষেত্রেই দর হু-হু করে বাড়ছে। সমীক্ষাধীন মাসে অপরিশোধিত তেলের মূল্যস্ফীতি ৮০.৫৭% দাঁড়িয়েছে, সেপ্টেম্বরে মাসে এই মূল্যবৃদ্ধি ৭১.৮৬% ছিল।
advertisement
খুচরো মূল্যস্ফীতি বেড়েছে ৪.৪৮%
গত সপ্তাহে খুচরো মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয় যেখানে দেখা যায় অন্যান্য সমস্ত পণ্যের ন্যায় এই ক্ষেত্রেও সূচক ওপরে উঠেছে। সেপ্টেম্বরের তুলনায় খুচরো মুদ্রাস্ফীতি সামান্য বেড়ে অক্টোবর মাসে ৪.৪% হয়। যদিও, এটি এখনও RBI দ্বারা নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে।
advertisement
সরকারের বিবৃতি
সাধারণ মধ্যবিত্ত মানুষের ওপর এই মূল্যবৃদ্ধির চাপ কতটা পড়ছে তা খুব সহজেই আন্দাজ করা যায়। মুদ্রাস্ফীতির রিপোর্ট প্রকাশ হওয়ার পর বাণিজ্য এবং শিল্প মন্ত্রালয় একটি বক্তব্যে জানিয়েছে গত বছরের তুলনায় এই বছর তেল, খাদ্য পণ্য, পণ্য ও প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক ও রাসায়নিক পণ্য প্রভৃতির দাম দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি সূচকও বেড়ে গিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Inflation: অক্টোবর মাসে WPI মুদ্রাস্ফীতি বেড়ে গত ৫ মাসের সর্বোচ্চ! জেনে নিন কীসের দাম সব চেয়ে বেশি বেড়েছে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement