দেশীয় শিল্পে জোর, কর্মসংস্থানের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে ভারতের রফতানি ব্যবসা!

Last Updated:

ভারত আগামী মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বর্ষের মধ্যে ৪০০ আরব ডলার মূল্যের দেশীয় বস্তু রপ্তানির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে।

#নয়াদিল্লি: কেন্দ্রীয় বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রী শ্রী পীযূষ গয়াল (Piyush Goyal) জানিয়েছেন যে, ভারতের অর্থনীতি খুবই তেজ গতিতে এগিয়ে চলেছে। প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতির কারণে ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে তেজ গতিতে। শ্রী পীযূষ গয়াল জানিয়েছেন যে, ভারতের দেশীয় বস্তু ও বিভিন্ন দ্রব্যের রফতানির বাজার ঐতিহাসিক উচ্চতার দিকে অগ্রসর হয়েছে। তিনি জানিয়েছেন যে, ভারত আগামী মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বর্ষের মধ্যে ৪০০ আরব ডলার মূল্যের দেশীয় বস্তু রফতানির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলবে। এছাড়াও ১৫০ আরব ডলার মূল্যের সেবাজাত দ্রব্য রফতানির লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলাও সম্ভব হবে।
চার মাসের মধ্যে ২৭ আরব ডলারের এফডিআই (FDI) এসেছে-
কেন্দ্রীয় বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রী শ্রী পীযূষ গয়াল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের উদ্বোধন করতে এসে জানিয়েছেন যে, দেশের চলতি আর্থিক বর্ষের প্রথম ৪ মাসের মধ্যেই রেকর্ড ২৭ আরব ডলারের এফডিআই চলে এসেছে। যা আগের বছরের এই সময়ের তুলনায় ৬২ শতাংশ বেশি। শ্রী পীযূষ গয়াল জানিয়েছেন লকডাউনের মধ্যেও ভারতের আর্থিক এই অগ্রগতি নিঃসন্দেহে এক দারুণ খবর।
advertisement
advertisement
বিশ্বের সব থেকে বড় টিকাকরণ অভিযান চালাচ্ছে ভারত সরকার-
শ্রী পীযূষ গয়াল জানিয়েছেন ভারত সরকার বিশ্বের সব থেকে বড় টিকাকরণ অভিযান চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত ১১০ কোটি টিকার ডোজ দেওয়া হয়ে গেছে। আগামী বছরের মধ্যে ভারতে ৫০০ কোটি টিকার ডোজ উৎপাদন করা হবে। সঠিক টিকাকরন নীতির ফলে ভারত এখন এগিয়ে চলেছে তেজ গতিতে। এর ফলে ভারতের অর্থনীতিও তেজ গতিতে এগিয়ে চলেছে।
advertisement
কেন্দ্রীয় বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রী শ্রী পীযূষ গয়াল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের উদ্বোধন করতে এসে জানিয়েছেন যে, ভারতে তৈরি দেশীয় বস্তুর ওপরে বেশি করে জোর দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশজ দ্রব্য ও বস্তু উৎপাদনে পাওয়া যাবে সরকারি সহায়তা। ভারতে তৈরি বিভিন্ন ধরনের দ্রব্য রপ্তানি করা হবে বিদেশের বাজারে। এর ফলে বিদেশি মুদ্রা আয় হবে, যা ভারতের আর্থিক ভিত মজবুত করতে সহায়তা করবে। দেশীয় দ্রব্য তৈরির ওপরে জোর দেওয়ার ফলে সাহায্য হবে ভারতের বিভিন্ন শ্রেণীর মানুষের। তাদের আয়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলবে ভারতের অর্থনীতি। ভারত সরকার দেশীয় দ্রব্য রপ্তানির ওপরে জোর দেওয়ার ফলে লাভ হচ্ছে ভারতের অর্থনীতির। চার মাসের মধ্যে ২৭ আরব ডলারের এফডিআই চলে আসাই এর প্রমাণ।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দেশীয় শিল্পে জোর, কর্মসংস্থানের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে ভারতের রফতানি ব্যবসা!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement