চাকরির পাশাপাশি মাত্র ১০,০০০ টাকায় শুরু করুন এর মধ্যে যে কোনও একটি ব্যবসা, আয় করবেন লক্ষ লক্ষ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কম টাকা ইনভেস্ট করে চাকরির পাশাপাশি কী কী ব্যবসা করা যেতে পারে দেখে নিন এখানে -
#নয়াদিল্লি: মোটা টাকা আয় করার (How to earn money?)জন্য চাকরির পাশাপাশি আপনিও সামান্য টাকা ইনভেস্ট করে শুরু করতে পারবেন এই ব্যবসা ৷ এর জন্য চাকরি ছাড়ার কোনও প্রয়োজন নেই ৷ বাড়িতে বসেই নাম মাত্র টাকা ইনভেস্ট করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় (Earn money) করতে পারবেন ৷ ব্যবসার মার্কেটিং অনলাইন বা অফলাইন (Online business) দু’ভাবে করেই মোটা টাকা লাভ করতে পারবেন ৷ কম টাকা ইনভেস্ট করে চাকরির পাশাপাশি কী কী ব্যবসা করা যেতে পারে দেখে নিন এখানে -
শুরু করতে পারেন চক তৈরির ব্যবসা -
চক তৈরির ব্যবসায় পুঞ্জি হিসেবে খুব কম টাকা লাগে ৷ মাত্র ১০ হাজার টাকা দিয়ে বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করা যেতে পারে ৷ চক তৈরির জন্য বেশ কোনও সামগ্রীর দরকার পড়বে না ৷ এখানে সাদা চকের পাশাপাশি রঙিন চকও তৈরি করা যেতে পারে ৷ চক মূলত প্লাস্টার অফ প্যারিস থেকে তৈরি করা হয় ৷ এটা সাদা রঙের পাউডার হয় ৷ এটি এক ধরনের মাটি যা জিপসম পাথর থেকে তৈরি করা হয় ৷
advertisement
advertisement

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকে বেশির ভাগ রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে ৷ আশপাশের কলেজ ও স্কুলে সম্পর্ক করে সেখানে চক সাপ্লাই করে প্রতি মাসে মোটা আয় করতে পারবেন ৷ বাজারে চকের এক বাক্সের দাম ১০ টাকা থেকে ৬০০ টাকা হয় ৷ কোয়ালিটির উপর নির্ভর করে চকের দাম ঠিক করা হয় ৷
advertisement
গোটা বছর খামের চাহিদা থাকে, হতে পারে ভাল আয়....
খাম তৈরি করা অত্যন্ত সহজ এবং সস্তার ব্যবসা ৷ এর ব্যবহার প্যাকেজিংয়ের জন্য করা হয় ৷ কাগজ ও কার্ড বোর্ড থেকে তৈরি করা হয় ৷ এর চাহিদা গোটা বছর থাকে ৷ এই ব্যবসাটিও আপনি বাড়ি থেকে শুরু করতে পারবেন ৷ ১০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে এই ব্যবসা শুরু করা যাবে ৷ বড় স্তরে এই ব্যবসা করতে চাইলে খাম তৈরির মেশিন লাগবে ৷ এর জন্য ৫,০০,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে ৷
advertisement

বর্তমানে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় কাগজের খামের চাহিদা অনেকটাই বেশি ৷ আপনার এলাকায় আশপাশের দোকানে সরাসরি কাগজের খাম সাপ্লাই দিয়ে মোটা টাকা আয় করতে পারবেন ৷ গিফ্ট প্যাকিং থেকে সবজি রাখা, সব কিছুর জন্য কাগজের খাম কাজে লাগে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2021 2:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাকরির পাশাপাশি মাত্র ১০,০০০ টাকায় শুরু করুন এর মধ্যে যে কোনও একটি ব্যবসা, আয় করবেন লক্ষ লক্ষ টাকা