New Business Opportunity: মাত্র ৫৩,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে আয় করবেন ৩৫ লক্ষ টাকা, মিলবে সরকারের সাহায্য
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?
#নয়াদিল্লি: প্রতি মাসে মোটা টাকা আয় করার স্বপ্ন দেখছেন ? তাহলে এই খবরটি আপনার কাজে আসতে পারে ৷ সম্প্রতি গোটা বিশ্বে কালো মুরগি (কড়কনাথ মুরগি)অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ৷ এর সবচেয়ে বেশি ব্যবসা মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে হয়ে থাকে ৷ এই মুরগি পুরোপুরি কালো রঙের হয় ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন কড়কনাথ মুরগির মাংস শরীরের পক্ষে খুব উপকারি ৷ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, পেশীর জোর বাড়ানো, এমনকি ক্যানসার প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে বলে মনে করছেন তাঁরা।ওষধি গুণের কারণে কড়কনাথ মুরগির ব্যাপক চাহিদা রয়েছে। এই পরিস্থিতিতে কড়কনাথ মুরগির ব্যবসা করে বিপুল টাকা আয় করতে পারবেন আপনিও ৷
জিআই ট্যাগ পেয়ে গিয়েছে কড়কনাথ -
মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ের পাশাপাশি বিভিন্ন রাজ্যে কড়কনাথ মুরগির ব্যবসা শুরু হয়েছে ৷ মধ্যপ্রদেশকে কড়কনাথ মুর্গির জিআই ট্যাগ দেওয়া হয়েছে ৷
advertisement
কত টাকায় বিক্রি হয় কড়কনাথ মুরগি ?
কড়কনাথ মোরগ ও মুর্গির রং কালো হয় ৷ পালক, ঝুঁটি, ঠোঁট, নখ, মাংস, সবই নাকি কালো রঙের হয় ৷ এই মুরগির মাংসে আয়রন ও প্রোটিন সবচেয়ে বেশি থাকে ৷ মাংসে চর্বি এবং কোলেস্টেরলের মাত্র অনেকটাই কম থাকায় হার্ট এবং ডায়াবেটিসের রোগীদের জন্য এই মাংসটি অত্যন্ত উপকারি মনে করা হয় ৷ এই মাংসের বিপুল চাহিদা থাকায় এবং এর উপকারিতার কথা মাথায় রেখে কড়কনাথ মাংসের ব্যবসা শুরু করার জন্য সরকারের তরফে প্রত্যেক স্তরে সাহায্য করা হয়ে থাকে ৷
advertisement
মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে কড়কনাথ মুর্গির ব্যবসার জন্য একাধিক যোজনা চালানো হয় ৷ ছত্তীসগড় কেবল ৫৩০০০ টাকা জমা করলে সরকারের তরফে তিনটি কিস্তিতে ১০০০টি মুরগির ছানা, ৩০টি মুরগির শেড ও ছয় মাসের জন্য বিনামূল্যে মুরগির খাওয়ার দেওয়া হবে ৷ পাশাপাশি টিকাকরণ ও স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্বও সরকার নিয়ে থাকে ৷ মুরগি বড় হওয়ার পর মার্কেটিংয়ের কাজ সরকার করে থাকে ৷ মধ্যপ্রদেশ সরকার মুরগি পালনের জন্য যোজনা নিয়ে এসেছে ৷
advertisement
কীভাবে শুরু করবেন এই ব্যবসা ?
কড়কনাথ মুরগি পালন করার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ছোট মুরগি নিতে পারবেন ৷ কিছু কৃষকরা ১৫ দিনের মুরগির ছানা আবার কেউ ১দিনের মুরগির বাচ্চা নিয়ে থাকেন ৷ কড়কনাথের বাচ্চা সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে বিক্রির জন্য তৈরি হয়ে যায় ৷ কড়কনাথ মুরগির বাচ্চার দাম ৭০-১০০ টাকার মধ্যে পাওয়া যায় ৷ এর একটি ডিমের দাম ২০-৩০ টাকা হয় ৷
advertisement
কত টাকা লাভ হবে ?
বাজারে একটি কড়কনাথ মুরগির দাম ৩০০০-৪০০০ টাকা হয় ৷ এর মাংস ৭০০ থেকে ১০০০ টাকা প্রতি কিলোগ্রামে বিক্রি হয় ৷ শীতকালে চাহিদা বেশি থাকায় মাংসের দাম প্রায় ১০০০ থেকে ১২০০ টাকা হয়ে যায় ৷ ধরে নিন সরকারের কাছ থেকে ১০০০ টি মুরগির ছানা ৫৩০০০ টাকায় কিনেছেন ৷ একটি মুরগি থেকে গড়ে ৩ কিলোগ্রাম মাস পাওয়া যায় ৷ এই হিসেব অনুযায়ী, শীতকালে ৩৫ লক্ষ টাকার বেশি আয় করতে পারবেন এই ব্যবসা করে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2021 11:26 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Opportunity: মাত্র ৫৩,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে আয় করবেন ৩৫ লক্ষ টাকা, মিলবে সরকারের সাহায্য