মাত্র ৭৫,০০০ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন নতুন গাড়ি, দেখে নিন কী করতে হবে

Last Updated:

গ্রাহকরা মাত্র ৭৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারবেন এই গাড়ি ৷

#নয়াদিল্লি: সম্প্রতি দেশের বাজারে নতুন রূপে অল্টো K10 লঞ্চ করল মারুতি সুজুকি ৷ এবার নতুন আপডেট ও ফিচার্সের সঙ্গে বাজারে এসেছে অল্টো K10-এর নতুন মডেল ৷ এর এক্স শো-রুম দাম ৩.৯৯ লক্ষ টাকা রাখা হয়েছে ৷ অল্টো ৮০০ এর সঙ্গে এই মডেল বিক্রি করা হবে ৷ হ্যাচব্যাকের টপ মডেলের দাম ৫.৮৩ লক্ষ (এক্স-শোরুম) টাকা রাখা হয়েছে ৷
নয়া অল্টো K10 গত জেনারেশনের মডেলের তুলনায় পুরোপুরি আলাদা ৷ বাজারে উপস্থিত Hyundai Santro ও Renault Kwid-কে ভাল টেক্কা দিতে চলেছে অল্টোর এই নতুন মডেল ৷
advertisement
মাত্র ৭৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারবেন এই গাড়ি-
নতুন অল্টো K10 এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ গ্রাহকরা মাত্র ৭৫ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাড়ি নিয়ে যেতে পারবেন এই গাড়ি ৷ এর বেস মডেলের অন রোড প্রাইস ৪.২৫ লক্ষ টাকা ৷ যদি কোনও ব্যাঙ্ক ৮ শতাংশ সুদে লোন দিয়ে থাকে তাহলে ৫ বছর পর্যন্ত প্রতি মাসে প্রায় ৭০০০ টাকা ইএমআই দিতে হবে ৷
advertisement
নতুন ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে এই গাড়ি-
অল্টোর নতুন মডেল অনেকটা সেলেরিও-র মতো দেখতে হবে ৷ নতুন অল্টোতে নতুন গ্রিল দেওয়া হয়েছে ৷ হেডল্যাম্প, ফ্রন্ট বাম্পার ও বোনেট পুরনো মডেলের থেকে অনেকটাই আলাদা ৷ সাইড প্রোফাইল ও রিয়ারে নতুন ডিজাইন দেওয়া হয়েছে ৷ Alto K10-এর নতুন মডেলে রয়েছে ১.০ লিটার K-Series ডুয়েল জেট, ডুয়েল VVT ইঞ্জিন ৷ এই মডেলকে অটো গিয়ার শিফ্ট (AGS) ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷ ইঞ্জিন 24.90 kmpl মাইলেজ দিয়ে থাকে ৷
advertisement
নয়া অল্টো K10-এ একাধিক গুরুত্বপূর্ণ বদল করা হয়েছে ৷ এর মধ্যে সবচেয়ে বড় স্মার্টপ্লে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম যার মধ্যে অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি পাওয়া যাবে ৷ অন্যান্য বদলের মধ্যে রিমোটের অ্যাক্সেস, ইলেক্ট্রিক অ্যাডজাস্টেবল ORVMs, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলের মতো অ্যাডভান্স ফিচার্স রয়েছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৭৫,০০০ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন নতুন গাড়ি, দেখে নিন কী করতে হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement