Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ড বনাম স্টক! বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের থেকে জেনে নিন কোনটা আপনার জন্য আদর্শ!

Last Updated:

Stock Investment: প্রতিটি বিনিয়োগে সকলের নিজস্ব ইউনিট বা শেয়ার থাকে। এই টাকা ইক্যুইটি, বন্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট অথবা অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়।

Stock Or Mutual Fund
Stock Or Mutual Fund
#নয়াদিল্লি: মিউচুয়াল ফান্ড (Mutual Fund) হল একটি ট্রাস্টের আকারে প্রতিষ্ঠিত একটি তহবিল, যা একাধিক বিনিয়োগকারীর থেকে অর্থ সংগ্রহ করে। সকলের অর্থকে জুড়ে বিভিন্ন সেক্টরে একসঙ্গে বিনিয়োগ করা হয়। প্রতিটি বিনিয়োগে সকলের নিজস্ব ইউনিট বা শেয়ার থাকে। এই টাকা ইক্যুইটি, বন্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট অথবা অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা হয়। এই বিনিয়োগ থেকে যা লাভ হয়, তা বিনিয়োগকারীদের মধ্যে তাদের ইউনিটের ভাগ অনুযায়ী বণ্টন করে দেওয়া হয়।
মিউচুয়াল ফান্ডের সুবিধা:
বিনিয়োগের পোর্টফোলিওকে নিজে পরিচালনা না-করে লগ্নিকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, কারণ এই ক্ষেত্রে এক জন পেশাদার ম্যানেজার এই বিনিয়োগ সংক্রান্ত বিষয় পরিচালনা করে থাকেন। ব্যক্তিগত স্টকের তুলনায় মিউচুয়াল ফান্ডে অনেক কম ঝুঁকি থাকে। আর এটি কম টাকায় বিনিয়োগের সুবিধা প্রদান করার পাশাপাশি একাধিক জায়গায় বিনিয়োগ করার সুবিধা প্রদান করে।
advertisement
advertisement
প্রত্যেক মিউচুয়াল ফান্ডে এক জন ম্যানেজার থাকেন, যিনি তহবিলকে পরিচালনা করেন। ফান্ড ম্যানেজাররা সাধারণত বাজার পরিস্থিতি বিচার করে নতুন বিনিয়োগ করে বা পুরনো বিনিয়োগ তুলে নেন। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরন থাকে, যা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করে। কিছু মিউচুয়াল ফান্ড শুধুমাত্র ইক্যুইটি মার্কেটেই বিনিয়োগ করে, যার ফলে ঝুঁকিও বেশি থাকে।
advertisement
মিউচুয়াল ফান্ড কি বিনিয়োগের ভালো বিকল্প?
যে সমস্ত বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে চাইছেন, তাঁদের জন্য এটি একটি উপযুক্ত বিকল্প। একটি কোম্পানি বা স্টকে সমস্ত টাকা বিনিয়োগ না-করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে স্টক একাধিক এবং ভিন্ন ভিন্ন সেক্টরে বিনিয়োগ করা যায়। এর ফলে পোর্টফোলিওর ঝুঁকিও অনেকটাই কমে যায়।
advertisement
মিউচুয়াল ফান্ডের খারাপ দিকগুলি কী কী?
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সমস্ত নিয়ন্ত্রণ ফান্ড ম্যানেজারের (Fund Managers) কাছে থাকে। এই ক্ষেত্রে বিনিয়োগকারীর মতামত দেওয়ার কোনও জায়গা থাকে না। লগ্নিকারীকে ফান্ড ম্যানেজারের সাফল্য বিচার করে ফান্ড বেছে নিতে হয়। এ-ছাড়া, ম্যানেজমেন্ট ফি হিসেবেও অতিরিক্ত টাকা প্রদান করা হয়, যা অনেক ক্ষেত্রেই ব্রোকারেজ কোম্পানির ফি-এর থেকে কম হতে পারে।
advertisement
মিউচুয়াল ফান্ড বিনিয়োগ কি নিরাপদ?
অন্যান্য সিকিউরিটিজ-এর মতো মিউচুয়াল ফান্ডেও ঝুঁকি রয়েছে। যদিও মিউচুয়াল ফান্ডের লক্ষ্যই হল বিনিয়োগের ঝুঁকি কমানো। বিভিন্ন দিকে বিনিয়োগ করে লোকসানের ঝুঁকি কমিয়ে আনার জন্য বিনিয়োগকারীরা এই ফান্ডগুলিতে বিনিয়োগ করে থাকেন।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Mutual Fund Investment: মিউচুয়াল ফান্ড বনাম স্টক! বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের থেকে জেনে নিন কোনটা আপনার জন্য আদর্শ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement