Tejashwi Yadav: "আরজেডি মন্ত্রীরা কোনও নতুন গাড়ি কিনবেন না:" মন্ত্রীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা তেজস্বী যাদবের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Bihar RJD-JDU Govt: “রাষ্ট্রীয় জনতা দলের মন্ত্রীরা দপ্তরে নিজেদের জন্য কোনও নতুন গাড়ি কিনবেন না,” মন্ত্রীদের দেওয়া ছয়টি নির্দেশের প্রথমটিই হল এটি।
#পটনা: দলের মন্ত্রীরা ‘কী করবেন’ আর ‘কী করবেন না’ এই নিয়ে তালিকা তৈরি করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বের সরকারে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) ৩১ জন মন্ত্রী রয়েছেন। কঠোরতা ও স্বচ্ছতার প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে এবং ফুল ও ফুলের তোড়ার পরিবর্তে বই-কলম বিনিময়ের প্রচার করা হয়েছে। নতুন এই আদেশটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তেজস্বী।
“রাষ্ট্রীয় জনতা দলের মন্ত্রীরা দপ্তরে নিজেদের জন্য কোনও নতুন গাড়ি কিনবেন না,” মন্ত্রীদের দেওয়া ছয়টি নির্দেশের প্রথমটিই হল এটি। ৩২ বছর বয়সী এই নেতা আরজেডি মন্ত্রীদের প্রত্যেকের প্রতি বিনয়ী হতে এবং ‘নমস্তে’ ও ‘আদাব’ জানিয়ে অভিবাদনের ঐতিহ্যকে প্রচার করার অনুরোধ করেছেন।
advertisement
advertisement
“রাষ্ট্রীয় জনতা দলের মন্ত্রীরা অবশ্যই কর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থকদের নিজেদের পা স্পর্শ করতে দেবেন না,” মন্ত্রীদের করণীয়র তালিকায় রয়েছে তেজস্বী যাদবের এই নির্দেশও। মন্ত্রীদের উপহার হিসেবে ফুল/তোড়া দেওয়ার পরিবর্তে অবিলম্বে বই-কলম দিতে বলা হয়েছে।
“দরিদ্র এবং অভাবী মানুষের সঙ্গে আচরণ করার সময় মন্ত্রীদের অবশ্যই নিরপেক্ষ হতে হবে এবং মানুষের বর্ণ/ধর্মকে বিষয়টির অগ্রাধিকার নির্ধারণ করতে দেবেন না,” বলা হয়েছে নির্দেশিকায়। মন্ত্রীদের উচিত নিজস্ব বিভাগে সততা, স্বচ্ছতা এবং তৎপরতা প্রচার করা, বলা হয়েছে আরেকটি নির্দেশে।
advertisement
মন্ত্রীদের তাঁদের কাজের পরিকল্পনা এবং উন্নয়নমূলক কাজগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও বলা হয়েছে যাতে জনগণ তাঁদের কাজ সম্পর্কে ইতিবাচক তথ্য পেতে পারে। সব মিলিয়ে বিজেপির ‘জঙ্গলরাজ’ সমালোচনার মধ্যেই দলের ‘ইমেজ’ ফেরাতে তৎপর তেজস্বী যাদব।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 20, 2022 6:01 PM IST