#নয়াদিল্লি: হোটেল ও রেস্তোরাঁগুলিতে পরিষেবা চার্জ (Service Charges) নেওয়ার মাধ্যমে অন্যায্য বাণিজ্য এবং উপভোক্তা অধিকার লঙ্ঘনের প্রতিরোধ করার জন্য নির্দেশিকা জারি করেছে সরকার।
যদি হোটেল (Hotel) ও রেস্তোরাঁগুলি (Restaurants) এখনও পরিষেবা চার্জ নিয়ে থাকে, তবে তাদের পরিষেবা চার্জ তুলে নেওয়ার জন্য বলতে পারেন গ্রাহকরা।
কিন্তু এই পরিষেবা চার্জ কী? সরকার এই বিষয়ে কী বলেছে? রেস্তোরাঁ বা হোটেল পরিষেবা চার্জ তুলে নিতে না-চাইলে বা পরিষেবা চার্জ দেওয়ার জন্য জোর করলে গ্রাহকদের কী করা উচিত? আজ এই সব বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
আরও পড়ুন- ঘরে বসেই মাসে ২৫০০ টাকা পেতে হলে বিনিয়োগ করতে হবে পোস্ট অফিসেপরিষেবা চার্জ (Service Charge) কী?
একটি রেস্তোরাঁর বিলে সাধারণত খাবার ও পানীয়র দাম-সহ জিএসটি চার্জ থাকে। এ-ছাড়া রেস্তোরাঁগুলি ৫ শতাংশ থেকে ১০ শতাংশের মধ্যে একটি পরিষেবা চার্জও বিলে যোগ করত।
আরও পড়ুন- মিউচুয়াল ফান্ড থেকে কেন টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা?গ্রাহকদের অভিযোগের পর পরিষেবা চার্জের বিষয়ে রেস্তোরাঁগুলির সঙ্গে একটি বৈঠক করে গ্রাহক বিষয়ক মন্ত্রক (consumer affairs ministry)। এর পর একটি নির্দেশিকা জারি করে হোটেল বা রেস্তোঁরাগুলিকে বলা হয় যে, বিলে এই ধরনের চার্জ যোগ করা যাবে না।
সরকার এই বিষয়ে কী বলেছে?
রেস্তোরাঁ এবং হোটেলগুলির সঙ্গে বৈঠক করার পর একটি নির্দেশিকা জারি করেছে সরকার। এই নির্দেশিকায় বলা হয়:
সিসিপিএ নির্দেশিকা অনুযায়ী, কোনও গ্রাহক যদি দেখেন যে, কোনও হোটেল বা রেস্তোরাঁ নির্দেশিকা না-মেনে পরিষেবা চার্জ নিচ্ছে, তা-হলে গ্রাহকদের যেগুলি করা উচিত, সেগুলি হল-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Restaurants