#Mutual Funds: মিউচুয়াল ফান্ড থেকে কেন টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা? ১১ মাসের সর্বনিম্নে পৌঁছেছে মোট সম্পদ!

Last Updated:

Mutual Funds: শেয়ারবাজারে চলমান অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা।

#কলকাতা: বর্তমানে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) অর্থ বিনিয়োগ করার পরিবর্তে বিনিয়োগ করা অর্থও তুলে নিচ্ছেন ভারতীয় বিনিয়োগকারীরা। AMFI-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ১১ মাসের সর্বনিম্নে নেমে এসেছে মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM)। জানা গিয়েছে, ২০২১ সালের অগাস্টে সর্বনিম্ন ৩৬.৫৯ লক্ষ কোটি টাকার পর ২০২২ সালের জুন মাসে মিউচুয়াল ফান্ডের মোট AUM তার থেকেও নেমে হয়েছিল ৩৫.৬৪ লক্ষ কোটি টাকা। এর আগে, মিউচুয়াল ফান্ডের সর্বনিম্ন স্তর ছিল ২০২১ সালের জুলাই মাসে, এই সময় মোট সম্পদ ৩৫.৩১ লক্ষ কোটি টাকা ছিল। শেয়ারবাজারে চলমান অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা।জুন মাসে তোলা হয়েছে ৯২২৪৮ কোটি টাকা।
১১ মাসে তোলা হয়েছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা
গত ১১ মাসে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড থেকে তুলে নিয়েছে ৯.৯৫ লক্ষ কোটি টাকা, যা ২০২১ সালের আগস্টে ৭.৩৭ লক্ষ কোটি টাকা ছিল। ডেট ফান্ডে বিনিয়োগ করেছে এমন বিনিয়োগকারীদের ১৬ শতাংশ অর্থাৎ ২.৪১ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে এই সময়ে। যার ফলে ডেট ফান্ডের AUM কমে হয়েছে ১২.৩৪ লক্ষ কোটি টাকা৷ ২০২১-এর অগাস্টে ডেট ফান্ডের AUM ছিল ১৪.৭৫ লক্ষ কোটি টাকা। গত দুই মাসে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড থেকে তুলে নিয়েছে ১.২৫ লক্ষ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র জুন মাসে ৯২ হাজার কোটি টাকা তোলা হয়েছে।
advertisement
advertisement
ডেট ফান্ড থেকে যেখানে একটি বিশাল পরিমাণ অর্থ তুলে নেওয়া হয়েছে সেখানে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে। এই বছর, SIP-র মাধ্যমে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ৪ শতাংশ বেড়ে হয়েছে ১২.৮৬ লক্ষ কোটি টাকা৷ পরিসংখ্যান অনুযায়ী, যে বিনিয়োগ SIP-এর মাধ্যমে আসে তার ৯৫ শতাংশ যায় ইক্যুইটিতে। এছাড়া বাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও, ইক্যুইটি SIP-গুলি ২৪ শতাংশ বেড়ে হয়েছে ১২২৭৬ কোটি টাকা ৷
advertisement
ক্ষতির কারণ
মিউচুয়াল ফান্ড থেকে টাকা তোলার অনেক কারণ রয়েছে। তবে SEBI-এর বিধিনিষেধ ও RBI-এর সুদের হার বৃদ্ধি করার কারণে মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নেওয়ার সমস্যা দেখা দিয়েছে। নয়া বিধিনিষেধ অনুযায়ী, ৬ মাসের জন্য কোনো ফান্ড হাউসকে নতুন তহবিল প্রকল্প আনতে বাধা দিয়েছে SEBI। এই পদক্ষেপ বিনিয়োগকারীদের জন্য লেনদেন করার নিয়ম পরিবর্তনের জন্য নেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
#Mutual Funds: মিউচুয়াল ফান্ড থেকে কেন টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা? ১১ মাসের সর্বনিম্নে পৌঁছেছে মোট সম্পদ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement