৪০ মিনিটে ৮০ শতাংশ চার্জ!‌ এক চার্জে চলবে ৪০০ কিমি,‌ আসছে ভলভোর অবিশ্বাস্য গাড়ি

Last Updated:

সম্প্রতি ভলভো ঘোষণা করেছে একটি ইলেকট্রিক গাড়ির। যেটির মডেল নম্বর XC40।

#‌নয়াদিল্লি: করোনা সংক্রমণের কারণে এখন অনেকেই নিজের গাড়ি বা মটোরবাইক ব্যবহার করার কথা ভাবছেন। কিন্তু সেই ভাবনায় বাধ সাধছে জ্বালানি তেলের দাম। সেই কারণেই দেশে বাড়ছে ই গাড়ির চাহিদা। বাইক হোক বা চার চাকার গাড়ি, সেটি যদি ব্যাটারি নির্ভর হয়, তাহলে একদিকে যেমন খরচ অনেকটা কমে যেতে পারে, তেমনই অন্যদিকে বাঁচতে পারে পরিবেশ। সেই সব কথা মাথায় রেখেই পৃথিবীর সমস্ত বড় বড় গাড়ির নির্মাণকারী সংস্থা বাজারে আনছে একের পর এক ই‌–গাড়ি। এবার সেই তালিকাতেই যুক্ত হল ভলভো। তাঁদের নতুন ই গাড়ি আগামী বছরেই আসতে চলেছে বাজারে। আর যতদূর যা খবর পাওয়া গিয়েছে, গাড়ির ফিচার্স আকর্ষণীয়।
‌সম্প্রতি ভলভো ঘোষণা করেছে একটি ইলেকট্রিক গাড়ির। যেটির মডেল নম্বর XC40। কী থাকছে এই গাড়িতে?‌ প্রথমত এই গাড়িতে থাকছে শক্তিশালী 78kWh ব্যটারি। থাকতে পারে ১১ কিলো ওয়াটের এসি চার্জার অথবা ১৫০ কিলো ওয়াটের ডিসি চার্জার। এই গাড়িটিতে চার্জ দিতেও বেশি সময় লাগবে না। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাড়িটিতে ৮০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে। এই ইলেকট্রিট এসইউভি গাড়িটি বর্তমান XC40–এর থেকে স্টাইল ও লুকের দিক থেকে অনেকখানি আলাদা। এই গাড়িটির চার্জি পয়েন্ট থাকছে গাড়িটির পিছন দিকে। এর আগে চার্জি পয়েন্ট থাকত সামনের দিকে। আর সবচেয়ে বড় কথা গাড়ির মাইলেজ। একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি চলতে পারে ৪০০ কিলোমিটার পথ। যা এককথায় অবিশ্বাস্য। সেই কারণেই সংস্থা মনে করছে গাড়িটি বাজারে এলেই সাধারণ মানুষের মধ্যে এটির চাহিদা তুঙ্গে উঠবে। কারণ, আর যত গাড়ি আছে, সেগুলির মাইলেজ এই পর্যায়ে পৌঁছতে পারেনি। এছাড়া, গাড়িতে থাকছে শক্তিশালী ইলেকট্রিক মটোর। যার সাহায্য এটি মাত্র ৪.‌৯ সেকেন্ডে ১ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৪০ মিনিটে ৮০ শতাংশ চার্জ!‌ এক চার্জে চলবে ৪০০ কিমি,‌ আসছে ভলভোর অবিশ্বাস্য গাড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement