৪০ মিনিটে ৮০ শতাংশ চার্জ! এক চার্জে চলবে ৪০০ কিমি, আসছে ভলভোর অবিশ্বাস্য গাড়ি
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সম্প্রতি ভলভো ঘোষণা করেছে একটি ইলেকট্রিক গাড়ির। যেটির মডেল নম্বর XC40।
#নয়াদিল্লি: করোনা সংক্রমণের কারণে এখন অনেকেই নিজের গাড়ি বা মটোরবাইক ব্যবহার করার কথা ভাবছেন। কিন্তু সেই ভাবনায় বাধ সাধছে জ্বালানি তেলের দাম। সেই কারণেই দেশে বাড়ছে ই গাড়ির চাহিদা। বাইক হোক বা চার চাকার গাড়ি, সেটি যদি ব্যাটারি নির্ভর হয়, তাহলে একদিকে যেমন খরচ অনেকটা কমে যেতে পারে, তেমনই অন্যদিকে বাঁচতে পারে পরিবেশ। সেই সব কথা মাথায় রেখেই পৃথিবীর সমস্ত বড় বড় গাড়ির নির্মাণকারী সংস্থা বাজারে আনছে একের পর এক ই–গাড়ি। এবার সেই তালিকাতেই যুক্ত হল ভলভো। তাঁদের নতুন ই গাড়ি আগামী বছরেই আসতে চলেছে বাজারে। আর যতদূর যা খবর পাওয়া গিয়েছে, গাড়ির ফিচার্স আকর্ষণীয়।
সম্প্রতি ভলভো ঘোষণা করেছে একটি ইলেকট্রিক গাড়ির। যেটির মডেল নম্বর XC40। কী থাকছে এই গাড়িতে? প্রথমত এই গাড়িতে থাকছে শক্তিশালী 78kWh ব্যটারি। থাকতে পারে ১১ কিলো ওয়াটের এসি চার্জার অথবা ১৫০ কিলো ওয়াটের ডিসি চার্জার। এই গাড়িটিতে চার্জ দিতেও বেশি সময় লাগবে না। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, গাড়িটিতে ৮০ শতাংশ চার্জ হবে মাত্র ৪০ মিনিটে। এই ইলেকট্রিট এসইউভি গাড়িটি বর্তমান XC40–এর থেকে স্টাইল ও লুকের দিক থেকে অনেকখানি আলাদা। এই গাড়িটির চার্জি পয়েন্ট থাকছে গাড়িটির পিছন দিকে। এর আগে চার্জি পয়েন্ট থাকত সামনের দিকে। আর সবচেয়ে বড় কথা গাড়ির মাইলেজ। একবার ফুল চার্জ দিলে এই গাড়িটি চলতে পারে ৪০০ কিলোমিটার পথ। যা এককথায় অবিশ্বাস্য। সেই কারণেই সংস্থা মনে করছে গাড়িটি বাজারে এলেই সাধারণ মানুষের মধ্যে এটির চাহিদা তুঙ্গে উঠবে। কারণ, আর যত গাড়ি আছে, সেগুলির মাইলেজ এই পর্যায়ে পৌঁছতে পারেনি। এছাড়া, গাড়িতে থাকছে শক্তিশালী ইলেকট্রিক মটোর। যার সাহায্য এটি মাত্র ৪.৯ সেকেন্ডে ১ থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2020 3:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৪০ মিনিটে ৮০ শতাংশ চার্জ! এক চার্জে চলবে ৪০০ কিমি, আসছে ভলভোর অবিশ্বাস্য গাড়ি