নয়া দিল্লি: ১লা ফেব্রুয়ারি পেশ করা হবে সাধারণ বাজেট। বাজেট পেশের আগে শেয়ার বাজারে দর কয়েকদিন ধরেই ওঠানামা করছে। BSE Sensex এক হাজারেরও বেশি পয়েন্ট ভেঙে ৫৯১৬৫-তে পৌঁছেছে, যেখানে নিফটি ৫০ ও ৩০০ পয়েন্ট কমে ১৭৬০০র নিচে নেমে গেছে। শেয়ার বাজারের এই পতনের পেছনে অনেক কারণ রয়েছে।
অনেকের মতে, কেন্দ্রীয় সরকার বাজেটে পরিকাঠামো উন্নয়নে ব্যয় অব্যাহত রাখবে এবং বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াবে। শেয়ার বাজারের এসব প্রত্যাশা পূরণ না হলে এতে নিম্নমুখী প্রবণতা দেখা যেতে পারে। রাজস্ব ঘাটতিরও সম্ভাবনা থাকছে। বিদেশি ব্রোকারেজ ফার্ম মরগান স্ট্যানলি অনুমান করেছে যে রাজস্ব ঘাটতিতে ২০২৪ আর্থিক বছরের জিডিপির ৫.৯ শতাংশে থাকতে পারে।
বড় কোম্পানির শেয়ারের পতন। আদানি পোর্টস এবং আদানি এন্টারপ্রাইজের মতো বড় সংস্থাগুলির শেয়ার টানা নিম্নমুখী। এছাড়াও, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই-এর মতো সংস্থাগুলির শেয়ারগুলিও বেশ ধাক্কা খেয়েছে।
রাষ্ট্রসংঘ ২০২৩ সালের জন্য ভারতের জিডিপি কমার পূর্বাভাস দিয়েছে। জাতিসংঘের মতে, এ বছর ভারতের জিডিপি ৫.৮ শতাংশ থাকবে। ফলে ২০২৩ সালে প্রত্যাশিত ৬.৪ শতাংশের তুলনায় কিছুটা কম তা বোঝাই যাচ্ছে। ২৫ জানুয়ারি প্রকাশিত রাষ্ট্রসংঘে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং পণ্য ২০২৩ প্রতিবেদনে জিডিপি বৃদ্ধির এই অনুমান প্রকাশ করা হয়েছে।
জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের রিসার্চ প্রধান বিনোদ নায়ারের মতে, বিদেশী বিনিয়োগকারীদের ক্রমাগত বিক্রি বাজারের মনোভাব নষ্ট করেছে। আর্থিক ও তথ্যপ্রযুক্তি শেয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরে, গ্রাহক পরিষেবা, তেল ও গ্যাস, টেলিযোগাযোগ এবং অটো সেক্টরেও তীব্র ধাক্কা লেগেছে।
আরও পড়ুন, রাজ্যে ফের অমিত শাহ! পঞ্চায়েত ভোটের আগে জোড়া সভার ইঙ্গিত কোথায় কোথায়?
আরও পড়ুন, রাজ্যপালের 'হাতেখড়ি' অনুষ্ঠান 'বয়কট' শুভেন্দুর! সোশ্যাল মিডিয়ায় লিখলেন কারণ...
১ ফেব্রুয়ারি ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বরে মার্কিন অর্থনীতি বার্ষিক ২.৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল, যা প্রত্যাশার চেয়ে ভাল ছিল। অর্থনীতিবিদরা ২.৩ শতাংশ বৃদ্ধির অনুমান করেছিলেন। হাই ফ্রিকোয়েন্সি ইকোনমিক্সের প্রধান মার্কিন অর্থনীতিবিদ রুবেলা ফারুকির একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। সেখানেই আসন্ন মন্দা অর্থনীতির কথা বলা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Budget 2023, Budget expectations, Budget expert opinions, Budget key announcement, Share Market, Stock market, Union Budget 2023