#Budget2019: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে ৫ লক্ষ: পীযূষ গয়াল
Last Updated:
আজ অন্তর্বর্তী বাজেট। অন্তর্বর্তী বাজেট পেশ করবেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। ভোটের আগে নিয়মমাফিক খরচ চালিয়ে যেতে অন্তর্বর্তী বাজেট পেশ করতে হয়। ভোটের মুখে বাজেটে থাকবে কোনও চমক? নোট বাতিল, জিএসটির ক্ষতে প্রলেপ দেবে মোদি সরকার? মধ্যবিত্তের মন জিততে বাড়ানো হবে আয়কর ছাড়?
গতকাল শুরু হয়েছে বাজেট অধিবেশন। লোকসভা ভোটের আগে এটাই শেষ অধিবেশন। এই অধিবেশনেই রাফাল চুক্তি নিয়ে ক্যাগের রিপোর্ট পেশ করতে পারে কেন্দ্র। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে শুরু হয় অধিবেশন। ২০১৪-র আগে দেশ অনিশ্চয়তার মধ্যে ছিল। নতুন ভারতের সংকল্প রয়েছে এই সরকারের বলেছেন রাষ্ট্রপতি। আজ অন্তর্বর্তী বাজেট পেশ। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাজেট অধিবেশন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2019 8:24 AM IST