সবচেয়ে ভুলো-মনের শহর কোনটা? জন্মদিনের কেক থেকে বাঁশি- উবের প্রকাশ করল যাত্রীদের হারানো জিনিসের তালিকা

Last Updated:

Uber Lost and Found Index 2022: এবার দেখে নেওয়া যাক, সেই মজার তালিকা এবং হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য যাত্রীদের যা যা করতে হবে।

উবের প্রকাশ করল যাত্রীদের হারানো জিনিসের তালিকা
উবের প্রকাশ করল যাত্রীদের হারানো জিনিসের তালিকা
#কলকাতা: সম্প্রতি উবের (Uber) একটি মজার তালিকা প্রকাশ করেছে। চলতি বছরের হারানো এবং খুঁজে পাওয়ার (Uber Lost and Found) ওই তালিকার পাশাপাশি সবথেকে বেশি ভুলে যাওয়া জিনিস, ভুলো-মনের শহর প্রভৃতিরও তালিকা করেছে ওই অ্যাপ ক্যাব সংস্থাটি ৷
আসলে উবের-যাত্রীরা অনেক সময় গাড়িতে অনেক কিছু ফেলে বা ভুলে চলে যান। সেই সব হারিয়ে যাওয়া জিনিসেরই তালিকা সামনে আনল উবের। শুধু তা-ই নয়, রয়েছে হারানো জিনিস ফিরে পাওয়ার সুযোগও।
advertisement
সংস্থার সেন্ট্রাল অপারেশনস্-এর ডিরেক্টর নীতীশ ভূষণ বলেন, “আমরা বুঝতে পারি নিজের কোনও জিনিস হারিয়ে ফেলার বিষয়টা মানসিক ভাবে যন্ত্রণাদায়ক। আর যদি উবের-এ জিনিস হারিয়ে যায়, তাহলে সেই হারানো জিনিস খোঁজার সুযোগ দিচ্ছে উবের। আর এই বার্ষিক সমীক্ষা খুবই মজার।”
advertisement
এবার দেখে নেওয়া যাক, সেই মজার তালিকা এবং হারানো জিনিস খুঁজে পাওয়ার জন্য যাত্রীদের যা যা করতে হবে।
সবথেকে বেশি ভুলে যাওয়া জিনিসের তালিকা:
ফোন/ক্যামেরা
ল্যাপটপ
ব্যাকপ্যাক
ওয়ালেট
স্পিকার
জামা-কাপড়
মুদিখানার পণ্যসামগ্রী
advertisement
নগদ টাকা
জলের বোতল
হেডফোন
সেরা ৪ ভুলো-মনের শহর:
মুম্বই
দিল্লি এনসিআর
লখনউ
কলকাতা
ভুলে যাওয়ার সেরা ৫ দিন:
২৫ মার্চ, ২০২২
২৪ মার্চ, ২০২২
৩০ মার্চ, ২০২২
advertisement
৩১ মার্চ, ২০২২
১৭ মার্চ, ২০২২
নির্দিষ্ট দিনে সবথেকে বেশি হারিয়ে যাওয়া সামগ্রী:
শনিবারে বেশির ভাগ মানুষ জামা-কাপড় ফেলে চলে গিয়েছেন ৷ বুধবার বেশির ভাগ মানুষ ল্যাপটপ ফেলে চলে গিয়েছেন ৷ রবিবার বেশির ভাগ মানুষ জলের বোতল ফেলে চলে গিয়েছেন ৷ শুক্রবার এবং সোমবার বেশির ভাগ মানুষ হেডফোন/স্পিকার ফেলে চলে গিয়েছেন ৷
advertisement
ভারতীয়দের ক্ষেত্রে দিনের এই সময়ে সবথেকে বেশি জিনিস হারিয়েছে:
দুপুরবেলা
দুপুর ১টা
দুপুর ২টো
দুপুর ৩টে
সেরা ১১ একটু আলাদা হারিয়ে যাওয়া বস্তুর তালিকা:
ঘেওয়ার মিষ্টি
স্টিকার
জন্মদিনের কেক
আম
advertisement
আধার কার্ড
ডাম্বেল ওজন (৫ কেজি)
কলেজের শংসাপত্র
ক্রিকেট ব্যাট
স্পাইক গার্ড
বাইকের হ্যান্ডেল
কালো আবরণের মধ্যে থাকা বাঁশি
হারিয়ে যাওয়া সামগ্রী ফিরে পেতে যাত্রীদের করণীয়?
মেনু আইকনে ট্যাপ করতে হবে।
‘ইয়োর ট্রিপস’-এ ট্যাপ করতে হবে এবং যে ট্রিপে জিনিস হারিয়েছে, সেটা সিলেক্ট করতে হবে।
advertisement
‘রিপোর্ট অ্যান ইস্যু উইথ দিজ ট্রিপ’-এ ট্যাপ করতে হবে।
এবার ‘আই লস্ট অ্যান আইটেম’-এ ট্যাপ করতে হবে।
‘কন্ট্যাক্ট মাই ড্রাইভার অ্যাবাউট’-এ লস্ট আইটেম-এ ট্যাপ করতে হবে।
স্ক্রল ডাউন করে যাঁকে কনট্যাক্ট করতে চাইছেন, তাঁর নম্বর দিতে হবে। ‘সাবমিট’-এ ট্যাপ করতে হবে।
যদি ফোন হারিয়ে যায়, তাহলে তার পরিবর্তে কোনও বন্ধুর ফোন নম্বর দিতে হবে।
এরপর যাত্রীর ফোন বাজবে এবং ড্রাইভারের মোবাইলের সঙ্গে সংযোগ হবে।
ড্রাইভার ফোন তুলবেন এবং যাত্রীর হারিয়ে যাওয়া জিনিস পাওয়া গিয়েছে বলে চালক নিশ্চিত করলে নিজেরা সময়-জায়গা ঠিক করে নিয়ে জিনিস ফেরত নিতে হবে।
চালকের সঙ্গে যোগাযোগ না-হলে ‘ইন-অ্যাপ সাপোর্ট’ ব্যবহার করে হারিয়ে যাওয়ার বিষয়ে রিপোর্ট করতে হবে। আর ‘উবের সাপোর্ট টিম’ যাত্রীর সহায়তায় এগিয়ে আসবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সবচেয়ে ভুলো-মনের শহর কোনটা? জন্মদিনের কেক থেকে বাঁশি- উবের প্রকাশ করল যাত্রীদের হারানো জিনিসের তালিকা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement