ক্যান্সার আক্রান্তকে শিক্ষকতার চাকরি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিচারপতির
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে শিক্ষকতার চাকরি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা: ক্যান্সার আক্রান্ত সোমা দাসকে শিক্ষকতার চাকরি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ‘‘আমি একটা অনুরোধ করেছিলাম। সরকারের শীর্ষ স্তরের আধিকারিকদের বিবেচনা করতে বলেছিলাম। আমি জানতে পারলাম সোমা স্কুলে যোগদান করেছে। সেটা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি খুব খুশি হয়েছি।’’

advertisement
এ ছাড়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে একটি আদিবাসী ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিতে পেরেছে। রাজ্যের আইনজীবী সুপ্রিয় চট্টোপাধ্যায় জানান, মাত্র তিন মাস ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে ছাত্রটি এ বারের মাধ্যমিক পরীক্ষায় ৭৫% নম্বর পেয়েছেন। এ কথা শুনে বিচারপতির মন্তব্য, ‘‘তাই নাকি? দারুণ। আজ এই খবর শুনে খুব ভাল লাগছে। ছাত্রটির সঙ্গে এজলাসে কথা বলতে চাই। পরবতী শুনানির দিন তাঁকে নিয়ে আসুন।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2022 3:07 PM IST