PM Kisan Yojana: বাড়িতে বসেই এই জরুরি কাজটি সেরে নিন, না হলে অ্যাকাউন্টে ক্রেডিট হবে না টাকা

Last Updated:

PM Kisan Yojana: যে কৃষকরা এই শর্ত পূরণ করবেন না তাঁদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে না ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) ১১ তম কিস্তির ২০০০ টাকা এপ্রিলের প্রথম সপ্তাহেই কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে বলে অনুমান করা হচ্ছে ৷ তবে এই কিস্তির টাকা কেবল সেই কৃষকদের অ্যাকাউন্টেই ক্রেডিট করা হবে যাঁরা নিজেদের অ্যাকাউন্টের ই-কেওয়াইসি (e-kyc) করিয়েছেন ৷ যে কৃষকরা এই শর্ত পূরণ করবেন না তাঁদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে না ৷
এখনও পর্যন্ত দশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে ৷ ১০.০৯ কোটির বেশি কৃষকেদর অ্যাকাউন্টে ২০,৯০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ৷
advertisement
ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক -
সরকারের তরফে পিএম কিষান যোজনার জন্য ই-কেওয়াইসি (e-kyc for PM Kisan Samman Nidhi Yojana ) করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কৃষকরা বাড়িতে বসে নিজের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ই-কেওয়াইসি প্রক্রিয়া সহজেই করতে পারবেন ৷
advertisement
রেশন কার্ডও বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে
সম্প্রতি কিষান যোজনার ক্ষেত্রে একাধিক বড় বদল করেছে কেন্দ্র সরকার ৷ এই যোজনায় নতুন রেজিস্ট্রেশন করালে রেশন কার্ড নম্বর (ration card in pm kisan scheme) দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে ৷ এর পাশাপাশি ডকুমেন্টের পিডিএফ বানিয়ে অনলাইন পোর্টালে আপলোড করতে হবে ৷ নতুন রেজিস্ট্রেশন করানোর সময় জমির নম্বর, আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুকের হার্ডকপি জমা দেওয়া আর বাধ্যতামূলক নয় ৷ এবার থেকে সফ্ট কপি জমা দিলেই হবে ৷
advertisement
ই-কেওয়াইসি করবেন কী করে ?
  • পিএম কিষান যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in/ যেতে হবে
  • এবার কিষান কর্নার বিকল্পে eKYC লিঙ্কে ক্লিক করতে হবে
  • এরপর নিজের আধার নম্বর দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • এখানে বেশ কিছু তথ্য দিতে হবে
  • এবার সাবমিট বটন ক্লিক করেতই পুরো হয়ে যাবে ই-কেওয়াইসি প্রক্রিয়া
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan Yojana: বাড়িতে বসেই এই জরুরি কাজটি সেরে নিন, না হলে অ্যাকাউন্টে ক্রেডিট হবে না টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement