ইলেকট্রিক গাড়িই বিকল্প, রইল সর্বাধিক বিক্রিত ৫ ইভি-র হদিশ, জ্বালানির টেনশন থেকে এবার মুক্তি!

Last Updated:

গত বছর অর্থাৎ ২০২১ সালে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫ বৈদ্যুতিক গাড়ির হালহকিকত নিয়ে আলোচনা করা হল।

#নয়াদিল্লি: গত বছরেই বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে রেকর্ড গড়েছে ভারত। ক্রমাগত পেট্রোলের দাম বাড়ায় চাপে সাধারণ নাগরিকেরা। তাই পেট্রোল ছেড়ে তাঁদের নজর মূলত বৈদ্যুতিক যানের দিকে। এই সুযোগটাকে কাজে লাগিয়েই নিত্যনতুন ইলেকট্রিক গাড়ি বাজারে আনছে গাড়ি নির্মাতারা। তবে এক্ষেত্রে সবথেকে এগিয়ে টাটা মোটরস। বৈদ্যুতিক গাড়ির বাজারের ৮০ শতাংশই তাদের দখলে। গত বছর অর্থাৎ ২০২১ সালে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৫ বৈদ্যুতিক গাড়ির হালহকিকত নিয়ে আলোচনা করা হল।
টাটা নিক্সন ইভি: ভারতের ইলেকট্রিক গাড়ি সেগমেন্টে সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয় টাটা নিক্সন ইলেকট্রিক ভেহিকল। ২০১৯ সালে এই ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা হয়েছিল। গত বছর ৯১১১ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। এটা ৩০.২ কেডব্লিউএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা চালিত। ১২৯ হর্সপাওয়ার ক্ষমতা বিশিষ্ট নিক্সন ইভি ২৪৫ এনএম পিক টর্ক তৈরি করতে সক্ষম। কোম্পানি দাবি করেছে, একবার চার্জ দিলে এই গাড়ি ৩১২ কিমি দৌড়তে পারে। দামেও সস্তা, ১৪.২৯ লক্ষ টাকা।
advertisement
advertisement
এমজি জেডএস ইভি: এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে এমজি জেডএস ইভি। কোম্পানি গত বছর এই বৈদ্যুতিক গাড়ির ২৭৯৮ ইউনিট বিক্রি করতে পেরেছে। এতে রয়েছে ৪৪.৫ কেডব্লিউএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি। একবার চার্জ দিলে ৪১৯ কিলোমিটার পাড়ি দিতে পারে। এর বৈদ্যুতিক মোটর ১৪৩ হর্সপাওয়ার ক্ষমতা বিশিষ্ট এবং ৩৫৩ এনএম পিক টর্ক তৈরি করে। এর দাম বর্তমানে ২১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সম্প্রতি এর আপডেটেড ভার্সন লঞ্চ হয়েছে।
advertisement
টাটা টিগর ইভি: এই টাটা টিগর ইভি কেবিন মডেলে জিপট্রন প্রযুক্তি দেওয়া হয়েছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এক বার চার্জেই ৩১২ কিলোমিটার রেঞ্জ দিতে পারে গাড়িটি। এর বৈদ্যুতিক মোটর ৭৫ হর্সপাওয়ার ক্ষমতা বিশিষ্ট এবং ১৭০ এনএম পিক টর্ক তৈরি করে। এতে ২৬ কেডব্লিউএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমানে টাটা টিগর ইভি-র দাম ১১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। উল্লেখ্য, গত বছরের আগস্টে এর নতুন ভার্সন লঞ্চ হয়েছিল।
advertisement
হুন্ডাই কোনা ইলেকট্রিক: ভারতে প্রথম ইলেকট্রিক গাড়ি হিসেবে লঞ্চ হয়েছিল হুন্ডাই কোনা ইলেকট্রিক। এই গাড়িটি অনেকটাই দামি। তবে দেশের এই মুহূর্তে একাধিক প্রিমিয়াম সেগমেন্টের ইলেকট্রিক গাড়িকে রীতিমতো টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রয়েছে হুন্ডাই কোনা ইভি ইলেকট্রিক গাড়ির। এতে রয়েছে ৩৯.২ কেডব্লিউএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি। একবার চার্জ দিলে ৪৫২ কিলোমিটার পাড়ি দিতে পারে। এর বৈদ্যুতিক মোটর ১৩৬ হর্সপাওয়ার ক্ষমতা বিশিষ্ট এবং ৩৯৫ এনএম পিক টর্ক তৈরি করে। এই মুহূর্তে ভারতের বাজারে গাড়িটির দাম ২৩.৭৯ লাখ টাকা। দেশে এই মুহূর্তে ২৫ লাখ টাকা বাজেটের মধ্যে চমৎকার একটি ইলেকট্রিক ভেহিকল।
advertisement
মহিন্দ্রা ভেরিটো ইভি: মহিন্দ্রা ইলেকট্রিক গত বছর ভারতে ভেরিটো ইভির ৪৯ ইউনিট বিক্রি করেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, এক বার চার্জেই ১১০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে গাড়িটি। এর বৈদ্যুতিক মোটর ৪১ হর্সপাওয়ার ক্ষমতা বিশিষ্ট এবং ৯১ এনএম পিক টর্ক তৈরি করে। এতে ৭২ কেডব্লিউএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমানে এর দাম ১০.১৬ লক্ষ টাকা।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ইলেকট্রিক গাড়িই বিকল্প, রইল সর্বাধিক বিক্রিত ৫ ইভি-র হদিশ, জ্বালানির টেনশন থেকে এবার মুক্তি!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement