#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি বুধবারের জন্য পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করে দিয়েছে ৷ এদিনও দিল্লি-মুম্বইয়ের মতো দেশের চার মহানগরে তেলের দাম পরিবর্তন করা হয়নি ৷ কিন্তু বেশ কয়েকটি ছোট শহরে তেলের দাম বদল করা হয়েছে ৷
আরও পড়ুন: জ্বালানির টেনশন থেকে এবার মুক্তি! রইল সর্বাধিক বিক্রিত ৫ ইভি-র হদিশ
সরকারি তেল সংস্থাগুলি এদিন লখনউ, জয়পুর, পটনার মতো রাজধানীতে তেলের দামে বদল করেছে ৷ লখনউ, গুরুগ্রাম ও জয়পুরে যেমন পেট্রোলের দাম বেড়েছে ৷ অন্যদিকে পটনায় মঙ্গলবারের তুলনায় দাম কমেছে তেলের ৷ তেল সংস্থাগুলি প্রায় চার মাস ধরে মহানগরে পেট্রোল-ডিজেলের দামে কোনও বদল করেনি ৷
আরও পড়ুন: বাজারে পতনের মধ্যেও বিনিয়োগকারীদের পকেট ভরাচ্ছে এই ৫ স্টক!
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
যে শহরে বদল করা হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
আরও পড়ুন: আরডি-তে ৮ শতাংশ হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, জানুন বিস্তারিত!
পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম এসএমএস-এর মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol And Diesel Price, Petrol and Diesel Price Today in Kolkata