Train Ticket Booking: তৎকাল টিকিট বুকিং করার সময় এগিয়ে থাকুন সবার থেকে, জেনে নিন এই 'মাস্টারস্ট্রোক'

Last Updated:

তৎকাল বুকিং শুরু হওয়ার আগেই তৈরি করে নিন মাস্টার লিস্ট ৷

নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেন যাত্রার জন্য আপনার টিকিট আগে থেকে বুকিং না করা থাকলেও যাত্রার আগের দিন তৎকাল টিকিট কাটা যায় ৷ কিন্তু হোলির মতো উৎসবের সময় তৎকাল টিকিট পেতেও বেশ সমস্যা হয়ে যায় ৷ তৎকাল টিকিটের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে ৷ তবে আপনি যদি মাস্টার লিস্ট ফিচারের ব্যবহার করেন তাহলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷
অনেক সময় দেখা গিয়েছে, তৎকাল টিকিট বুকিং করার পরও রিজার্ভেশন পাওয়া যায়নি ৷ AC ক্লাসের জন্য তৎকাল বুকিংয়ের সময় সকাল 10:00টায় শুরু হয় ৷ নন-এসি অর্থাৎ স্লিপারক্লাসের জন্য বুকিং সকাল 11:00 টায় শুরু হয় ৷ তবে একটি পদ্ধতি রয়েছে যার মাধ্যমে তৎকাল অপশন থেকে টিকিট বুকিং করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ৷
advertisement
advertisement
ব্যবহার করুন মাস্টার লিস্ট-
তৎকাল বুকিং শুরু হওয়ার আগেই তৈরি করে নিন মাস্টার লিস্ট ৷ আইআরসিটিসি-র ওয়েবসাইটে ঢুকে মাস্টার লিস্ট তৈরি করা যায় ৷ এখানে যাত্রী সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিতে হয় ৷ বুকিং শুরু হওয়ার আগে যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে রাখলে তৎকাল বুকিং শুরু হতেই তথ্য দেওয়ার জন্য সময় নষ্ট হবে না ৷ বুকিং শুরু হতেই কেবল মাস্টার লিস্ট সিলেক্ট করতে হবে ৷ লিস্ট অ্যাটাচ করে সরাসরি পেমেন্ট করতে পারবেন ৷
advertisement
কীভাবে ব্যবহার করবেন মাস্টার লিস্ট ?
প্রথম IRCTC ওয়েবসাইটে যেতে হবে
এখানে ‘My Account’ এ গিয়ে My Profile’ সিলেক্ট করতে হবে
‘Add/Modify Master List’ এর অপশন থাকবে
যাত্রীরা এখানে নাম, জন্মতারিখ, লিঙ্গ, ট্রেনের বার্থ, সিট সংক্রান্ত তথ্য জানাতে পারবেন
এরপর ‘Submit’ বটনে ক্লিক করতেই তৈরি হয়ে যাবে মাস্টার লিস্ট
টিকিট বুকিংয়ের সময় ‘My Passenger List’ এ গিয়ে সরাসরি কানেক্ট করে দিতে হবে
advertisement
এরপর পেমেন্ট অপশন থেকে যে কোনও একটি অপশন সিলেক্ট করে পেমেন্ট করতে হবে
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Train Ticket Booking: তৎকাল টিকিট বুকিং করার সময় এগিয়ে থাকুন সবার থেকে, জেনে নিন এই 'মাস্টারস্ট্রোক'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement