নয়াদিল্লি: ভারতীয় রেলকে দেশের লাইফ লাইন বলা হয়ে থাকে ৷ প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ ট্রেনে যাত্রা করে থাকেন ৷ গোটা দেশে রেলের বিশাল নেটওয়ার্ক রয়েছে এবং প্রায় ৪ হাজার রেলওয়ে স্টেশন রয়েছে ৷ প্রত্যেক রাজ্যে হাজার হাজার স্টেশন রয়েছে ৷ কিন্তু এরকম একটি রাজ্য রয়েছে যেখানে কেবল একটি রেলওয়ে স্টেশন রয়েছে ৷ শুনতে আশ্চর্য্য লাগলেও এটাই সত্যি ৷ জেনে নিন কোন রাজ্যে ১১ লক্ষ জনসংখ্যা হওয়া সত্ত্বেও কেবল মাত্র ১টি রেল স্টেশন রয়েছে ৷
মিজোরামে এমন একটি রাজ্য যেখানে একটি রেল স্টেশন রয়েছে ৷ মিজোরামের বৈরবি রেলওয়ে স্টেশনে গিয়ে ভারতীয় রেলের লাইন গিয়ে শেষ হয় ৷
বৈরবি স্টেশনের আজব গল্প -
মিজোরামের একমাত্র স্টেশন হচ্ছে বৈরবি ৷ এরপরে আর কোনও স্টেশন নেই ৷ ১১ লক্ষ জনসংখ্যার এই রাজ্যে কেবল একটি স্টেশন রয়েছে ৷ স্বাভাবিক ভাবেই এর জেরে বেশ সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ অন্য কোনও দ্বিতীয় স্টেশন না থাকার কারণে রাজ্যের সকল মানুষকে এই স্টেশন দিয়েই যাত্রা করতে হয় ৷
আরও পড়ুন: SIP না কি FD, কোথায় করবেন বিনিয়োগ! যাচাই করে নিন ক্যালকুলেটরে!৩ প্ল্যাটফর্ম থাকা এই স্টেশনে সুবিধার অভাব-
এখানে একাধিক সমস্যা রয়েছে ৷ এই স্টেশনের কোড BHRB ৷ ট্রেনের জন্য ৪টি ট্র্যাক রয়েছে ৷ স্টেশনের ডেভেলপমেন্ট ২০১৬ সালে শুরু করা হয়েছিল ৷ এর আগে এই স্টেশন আরও ছোট ছিল ৷
৮৪ কিলোমিটার দূরে কথাকল জংশনের সঙ্গে এই স্টেশন যুক্ত রয়েছে, যার ২ কিলোমিটার অংশ মিজোরামের মধ্যে পড়ে৷ রেলের তরফে এখানে অন্য স্টেশন বানানোর প্রস্তাব দেওয়া রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, IRCTC