Bandhan Bank: গ্রাহকদের সুবিধায় বন্ধন ব্যাঙ্ক এ রাজ্যে চালু করল মেগা কারেন্সি চেস্ট

Last Updated:

Bandhan Bank opens Mega Currency Chest in West Bengal: এই কারেন্সি চেস্টটি পশ্চিমবঙ্গে ১,৭৫৭টি ব্যাঙ্কিং আউটলেট এবং এটিএম-এর জন্য নগদ ব্যবস্থাপনায় ব্যাঙ্ককে সাহায্য করবে।

বন্ধন ব্যাঙ্ক এ রাজ্যে চালু করল মেগা কারেন্সি চেস্ট
বন্ধন ব্যাঙ্ক এ রাজ্যে চালু করল মেগা কারেন্সি চেস্ট
কলকাতা: বন্ধন ব্যাঙ্ক কলকাতায় তাদের মেগা কারেন্সি চেস্ট খোলার কথা ঘোষণা করল। এই কারেন্সি চেস্টটি পশ্চিমবঙ্গে ১,৭৫৭টি ব্যাঙ্কিং আউটলেট এবং এটিএম-এর জন্য নগদ ব্যবস্থাপনায় ব্যাঙ্ককে সাহায্য করবে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চিফ জেনারেল ম্যানেজার গুনবীর সিং আজ, সোমবার এই কারেন্সি চেস্টটি উদ্বোধন করেন। বন্ধন ব্যাঙ্কের অন্যান্য উচ্চ পদস্থ কর্তারাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।
শহরের নিউটাউন অঞ্চলে এই কারেন্সি চেস্ট অবস্থিত। এটি ব্যাঙ্কের তৃতীয় মেগা কারেন্সি চেস্ট, অন্য দুটি রয়েছে পটনা এবং গুয়াহাটিতে। এই চেস্টের ফলে বাজারে নতুন কারেন্সি নোট সরবরাহ করা এবং ব্যবহার অযোগ্য ময়লা নোটগুলিকে তুলে নেওয়ার কাজটি আরও সহজ হয়ে যাবে। এটি ব্যাঙ্ককে তাদের গ্রাহকদের আরও ভাল পরিষেবা দিতে সাহায্য করবে।
advertisement
advertisement
বর্তমানে এ রাজ্যে বন্ধন ব্যাঙ্কের এক কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কলকাতায় তাদের ১৮২ টি শাখা রয়েছে।
Gunveer Singh, Chief General Manager, Reserve Bank of India inaugurated the currency chest of Bandhan Bank today in Kolkata in the presence of senior officials of the bank. Gunveer Singh, Chief General Manager, Reserve Bank of India inaugurated the currency chest of Bandhan Bank today in Kolkata in the presence of senior officials of the bank.
advertisement
বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্রশেখর ঘোষ এই উপলক্ষ্যে বলেন, “যদিও বন্ধন সারা দেশে তার ডানা ছড়িয়েছে, একটি এনজিও হওয়ার দিন থেকে একটি এনবিএফসিতে রূপান্তরিত হওয়ার দিন থেকে এবং অবশেষে একটি ইউনিভার্সাল ব্যাঙ্ক হিসাবে, বন্ধন তার হোম মার্কেট, পশ্চিমবঙ্গে তার শক্তি বজায় রেখেছে। আমরা এই রাজ্যের এক কোটিরও বেশি গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে পেরেছি। এই কারেন্সি চেস্ট খোলার ফলে বিশেষ করে কলকাতা শহরে এবং সাধারণভাবে পশ্চিমবঙ্গে ব্যাঙ্কের কার্যক্রম আরও জোরদার হবে। এটি পশ্চিমবঙ্গ এবং ভারতের পূর্বাঞ্চলীয় অন্যান্য রাজ্যগুলির উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের আরও একটি প্রমাণ।’’
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bandhan Bank: গ্রাহকদের সুবিধায় বন্ধন ব্যাঙ্ক এ রাজ্যে চালু করল মেগা কারেন্সি চেস্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement