মরু দেশের এই বিখ্যাত জিনিস পাওয়া যাচ্ছে বসিরহাটের মাটিতে, দেখতে ভিড় করছেন অনেকেই

Last Updated:

উদ্যানে আসা অনেকেই তা দেখতে ভিড় করছেন।

+
title=

বসিরহাট: মরু দেশের মরিয়াম খেজুরের চাষ এবার বসিরহাটের মাটিতে। আরবের খেজুর ফলছে বসিরহাটেই। বসিরহাটের হংকং উদ্যানে সেই খেজুর ফলাচ্ছেন ওই উদ্যানের উদ্যোক্তা আমিনুল ইসলাম।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হংকং পার্কের উদ্যোক্তা অমিনুর ইসলাম তার ৬০ বিঘা জমির মধ্যে কয়েক বিঘা জমিতে এই প্রজাতির খেজুর গাছের গাছের চাষ করেছেন। ইতিমধ্যে খেজুর গাছে  ছোট ছোট খেজুর ধরেছে। উদ্যানে আসা অনেকেই তা দেখতে ভিড় করছেন। একই সঙ্গে তিনি যেমন এই গাছের বীজ থেকে চারা তৈরি করছেন তেমনি ভাবে তিনি নতুন চারা তৈরি করে বিক্রিও করছেন।
advertisement
advertisement
কয়েক বছর আগে রাজস্থানের এক ব্যক্তির থেকে আরবের মরিয়ম খেজুরের বীজ সংগ্রহ করেছিলেন তিনি। সেগুলি থেকে চারা তৈরি করেছেন। এখন খেজুর চাষে মন দিয়েছেন তিনি। একে একে প্রায় চল্লিশটি খেজুর গাছ তৈরি করেছেন আমিনুল ইসলাম। তাঁর আশা ২ বছরের মধ্যে সব গাছে খেজুর হবে। ভাল দামও মিলবে।
advertisement
আরবের এই সব জাতের খেজুরের বাজারদর বেশ ভালো। খেজুর বিক্রির পাশাপাশি গাছের চারা বিক্রির ব্যবসাও শুরু করেছেন তিনি। চারা গাছ এবং খেজুর বিক্রি করে সুদিন ফিরবে বলে আশা করেন তিনি।
পরীক্ষামূলকভাবে আরবের খেজুর চাষে ফলন পাওয়ায় এবার বাণিজ্যিকভাবে আরও বড় পরিসরে শুরু করবেন বলে জানান উদ্যোক্তা। সব মিলিয়ে আরবের খেজুরের ফলন বসিরহাটের মাটিতে হওয়ায় এবার অনেক চাষি এই চাষে আগ্রহী হচ্ছেন তা এক প্রকার বলাই বাহুল্য।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মরু দেশের এই বিখ্যাত জিনিস পাওয়া যাচ্ছে বসিরহাটের মাটিতে, দেখতে ভিড় করছেন অনেকেই
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement