Money Making tips: ব্য়বসায় লোকসানের কথা ভুলে যান, ফুলের গাছ লাগিয়েই আসবে প্রচুর টাকা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Money Making tips: বর্তমানে এই ফুলের চাহিদা বাড়ার কারণে বাণিজ্যিক ভাবে চাষ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই ফুলের রোগ দমন করা এই ফুল চাষের সাফল্যের মূল চাবিকাঠি।
কোচবিহার: শীতের মরশুমে রঙবেরঙের ফুল চাষে আগ্রহী হয়ে ওঠেন বেশিরভাগ কৃষকেরা। এই সময়ে বহু কৃষক চন্দ্রমল্লিকা চাষ করতে শুরু করেন। এটি দারুণ সুন্দর এবং অতি পরিচিত একটি ফুল। শীতের মরশুমের ফুলের মধ্যে চন্দ্রমল্লিকা বেশ অনেকটাই জনপ্রিয়। বর্তমানে এই ফুলের চাহিদা বাড়ার কারণে বাণিজ্যিকভাবে চাষ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এই ফুলের রোগ দমন করা এই ফুল চাষের সাফল্যের মূল চাবিকাঠি।
জেলা কোচবিহারের এক ফুল চাষি দুলাল সরকার জানান, শীতের মরসুমের শুরু থেকেই চন্দ্রমল্লিকা বাজারে আসতে শুরু করে। তাই ধীরে ধীরে এই ফুল চাহিদা বাড়তে শুরু করে বাজারে। কিন্তু এই ফুল ফোটাতে কৃষকদের এই গাছের প্রতি যত্ন নিতে হবে অনেকটাই। রোগ প্রতিকার করতে হবে এবং করতে হবে গাছের পরিচর্যা। তবে যে কোনও কৃষক এই গাছের চাষ করে অনেক টাকা রোজগার করতে পারবেন। এই চাষ করলে খরচের চাইতে লাভের পরিমাণ অনেকটাই বেশি।
advertisement
advertisement
গাছের রোগের বিশেষজ্ঞ দুলাল সরকার জানান, এই গাছের একটি রোগ হল পাতাধসা বা পাতাপচা রোগ। এটি একটি ছত্রাক ঘটিত রোগ যা Septoria sp. নামক ছত্রাকের জন্য হয়। বাড়ন্ত গাছের নিচের দিকের পুরনো পাতায় প্রথমে এই রোগের লক্ষণ দেখা যায়। পাতার কিনারা থেকে ছোট ছোট গোলাকৃতির বাদামি দাগ শুরু হয়। অসময়ে বৃষ্টিপাত হলে এই রোগের সংক্রমণ বেশি হয়। ফুল ফোটার সময় এই ছত্রাকের আক্রমণ হলে ফুলের কুঁড়ির বৃদ্ধি ব্যাহত হয় এবং পচে যায়।
advertisement
দুলাল সরকার আরও বলেন, “এই গাছের আরও একটি রোগ হল ছত্রাকঘটিত রোগ যা Erysiphe chrysanthemi নামক ছত্রাক দ্বারা হয়ে থাকে। গাছের পুরনো পাতায় এই রোগের আক্রমণ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এই রোগে গাছের পাতা ধূসর হয়ে যায়। এতে রোগাক্রান্ত গাছের পাতা হলুদ হয়ে যায় এবং কুঁচকে যায়। ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল উৎপাদনও হ্রাস পায়।
advertisement
পাশাপাশি চন্দ্রমল্লিকার আরও একটি মারাত্মক রোগ হয় গ্রে মোল্ড। এটি Botrytis cinerea নামক ছত্রাক দ্বারা হয়ে থাকে। এখন প্রায় সব জায়গায় এই রোগের প্রকোপ দেখা যাচ্ছে। এই রোগের আক্রমণে ফুলের পাপড়ি, পাতা এমনকি কাণ্ডেও বাদামি জলে ভেজা দাগ দেখা যায়। আক্রান্ত গাছে ধূসর থেকে বাদামি পাউডারের মত আস্তরণ পড়ে। গ্রে মোল্ড রোগ হলে ফুলের পাপড়ির মাঝের অংশের থেকেই বাদামি দাগ দেখা যায়। পরবর্তীতে ফুল পচে যায়।
advertisement
ফুল চাষের এই রোগ গুলির আক্রমন ঠেকাতে পারলেই ফুল চাষে অনেকটাই লাভ করা সম্ভব। নাহলে ফুল চাষ থেকে লাভের বদলে ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। এই চাষে আগ্রহী কৃষকদের উচিত চাষ শুরুর আগে কৃষি দফতরের কাছ থেকে পরামর্শ নেওয়া।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 29, 2024 6:24 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making tips: ব্য়বসায় লোকসানের কথা ভুলে যান, ফুলের গাছ লাগিয়েই আসবে প্রচুর টাকা