Business News: বুলেট চালিয়ে ফুচকা বেচেন 'বি.টেক পানিপুরি-ওয়ালি'! এই তরুণীর গল্প অবাক করে দেবে

Last Updated:

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তাঁর নিজস্ব ফুচকার স্টল এবং তাঁর বিপণন কৌশলই এই মুহূর্তে তাঁকে ভাইরাল করেছে।

বুলেট চালিয়ে ফুচকা বেচেন ‘বি.টেক পানিপুরি-ওয়ালি’! জেনে নিন তাঁর আসল পরিচয়
বুলেট চালিয়ে ফুচকা বেচেন ‘বি.টেক পানিপুরি-ওয়ালি’! জেনে নিন তাঁর আসল পরিচয়
ক্রমশ বদলে যাচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি। বদলে যাচ্ছে রোজগারের পুরনো সমস্ত ধারণা। লেখাপড়া শিখে ১০-৫টা চাকরি করার মতো সুযোগ কমছে নতুন প্রজন্মের কাছে। আবার এই প্রজন্মের ছেলেমেয়েরা তেমন চাকরি করতেও চাইছেন না অনেকে। বরং তাঁরা খুঁজছেন স্বাধীন ব্যবসার পরিসর।
আজকাল প্রায়ই খবরের শিরোনামে থাকেন ‘এমবিএ চা-ওয়ালা’, ‘বি.টেক চাওয়ালা’-রা। সম্প্রতি একটি তেমনই এক তরুণী উঠে এসেছেন সংবাদ শিরোনামে। তাঁর পশরায় থাকে ফুচকা। ‘বি.টেক পানিপুরি-ওয়ালি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এই তরুণীকে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ তাঁর নিজস্ব ফুচকার স্টল এবং তাঁর বিপণন কৌশলই এই মুহূর্তে তাঁকে ভাইরাল করেছে।
advertisement
advertisement
বি.টেক পড়তে পড়তেই এই ফুচকার দোকান খুলে ফেলেছেন তরুণী। শুধু তাই নয়, খুব অল্প সময়ের মধ্যে দিল্লিতে ১০টিরও বেশি স্টল দিয়েছেন তিনি। এগুলি থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা আয় করতে পারছেন তাপসী।
advertisement
যেভাবে শুরু হল পথচলা—
দিল্লির বাসিন্দা বছর একুশের তাপসী উপাধ্যায় এই মুহূর্তে জনপ্রিয় ‘বি.টেক পানিপুরি-ওয়ালি’ নামে। পশ্চিম দিল্লির তিলকনগর মেট্রো স্টেশনের কাছে প্রথম ফুচকার দোকান খুলেছিলেন তিনি। সেখানেই লেখা ছিল ‘বি.টেক পানিপুরি-ওয়ালি’। পথ চলতি মানুষের কাছে সেটাই ছিল আকর্ষণ। প্রাথমিক ভাবে এই আকর্ষণ থেকেই শুরু হয় ব্যবসা, জানাচ্ছেন তাপসী।
advertisement
তবে শুধু নামে নয়, তাপসীর ফুচকার দোকানেও রয়েছে বিশেষত্ব। আসলে একটি মোটরবাইকের সঙ্গেই বাঁধা থাকে তাঁর দোকান। ফুচকা, তেঁতুল জল সবই রাখার জায়গা রয়েছে সেখানে। একুশ বছরের তরুণী যখন বুলেট চালিয়ে আসেন ফুচকার পশরা নিয়ে তখন সকলেই তাকিয়ে দেখেন।
কোথায় গেলে দেখা মিলবে—
নিজের পড়াশোনা সামলেও ফুচকা বিক্রি করে রোজগার করেন তাপসী। ফুচকার পশরা নিয়ে তিনি চলে আসেন বেলা ৩ টের সময়। সারা বিকেল চলে বিকিকিনি। দোকান খোলা থাকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। দিল্লির তিলকনগর মেট্রো স্টেশনের ৪নম্বর গেটের কাছে এই দোকানটি দেখা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business News: বুলেট চালিয়ে ফুচকা বেচেন 'বি.টেক পানিপুরি-ওয়ালি'! এই তরুণীর গল্প অবাক করে দেবে
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement