জম্মু-কাশ্মীরের রাজৌরিতে LoC বরাবর সন্দেহজনক পাকিস্তানি ড্রোন? তৎপরতার সঙ্গে গুলি চালাল নিরাপত্তাবাহিনী
- Published by:Tias Banerjee
Last Updated:
জম্মু ও কাশ্মীরের Rajouri ও Kathua-তে LoC বরাবর সন্দেহজনক পাকিস্তানি ড্রোন ও জঙ্গি সংঘর্ষে নিরাপত্তা বাহিনী হাই অ্যালার্টে, নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে!
জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় লাইন অব কন্ট্রোল (LoC) বরাবর সন্দেহজনক পাকিস্তানি ড্রোন দেখা যাওয়ায় নিরাপত্তা বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা ৩৫ মিনিট নাগাদ রাজৌরির কেরি সেক্টরের ডেহরি ধারা গ্রামে LoC-র কাছে একাধিক ড্রোনের মতো বস্তু উড়তে দেখা যায়। পরে সেগুলি কালালি গ্রামের দিকেও এগোতে দেখা যায়। নিরাপত্তা সংস্থাগুলি সঙ্গে সঙ্গে গুলি চালায় এবং কাউন্টার-ড্রোন ব্যবস্থা সক্রিয় করে। এর পরেই সন্দেহজনক ড্রোনগুলিকে সীমান্তের ওপার দিকে ফিরে যেতে দেখা যায় বলে জানিয়েছে সূত্র।
কিছুতেই ওজন বাড়ছে না আপনার সন্তানের? পেডিয়াট্রিশিয়ান জানালেন ৫টি ডায়েট টিপস, যা দ্রুত শিশুকে স্বাস্থ্যবান করবে
ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
এদিকে, মঙ্গলবারই জম্মুর কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি প্রত্যন্ত গ্রামে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সেই সময় একাধিক গুলির শব্দ শোনা যায়।
অধিকারিকদের মতে, বিলাওয়ারের নাজোটে জঙ্গলে মাঝেমধ্যে গুলির লড়াই চলে। এই এলাকা কাহোগ জঙ্গল বেল্টের কামাধ নাল্লা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, যেখানে গত ৭ জানুয়ারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছিল। বাহিনীর গতিবিধি লক্ষ্য করে সন্দেহভাজন জঙ্গিরা কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।
advertisement
জঙ্গিদের খোঁজে কর্ডন ও সার্চ অপারেশন আরও জোরদার করা হয়েছে এবং তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারিও জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোল এবং আন্তর্জাতিক সীমান্ত (IB) বরাবর একাধিক জায়গায় সীমান্তের ওপার থেকে আসা সন্দেহজনক ড্রোনের মতো বস্তু দেখা গিয়েছিল। সেই ঘটনার পরেও নিরাপত্তা বাহিনী কাউন্টার-ড্রোন ব্যবস্থা সক্রিয় করে সতর্কতা জারি করেছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2026 9:47 PM IST










