Indian Railways: ট্রেনের টিকিট হারিয়ে গেলে কী করতে হবে জেনে নিন...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
টিকিট হারিয়ে যাওয়ার ক্ষেত্রে রেলের আলাদা নিয়ম রয়েছে ৷
#নয়াদিল্লি: বর্তমানে সব কিছু ডিজিটাল হয়ে যাওয়ায় এখন অনেকেই ট্রেনের টিকিট পকেটের বদলে মোবাইলে নিয়ে যাত্রা করেন ৷ এছাড়াও বিপুল সংখ্যক মানুষ স্টেশন থেকে টিকিট বুক করে থাকেন ৷ ট্রেনে যাত্রা করার সময় পকেটে রাখা টিকিট হারিয়ে গেলে মাথায় আকাশ ভেঙে পড়ে ৷ টিকিট দেখাতে না পারলে যদি টিটিকে মোটা টাকা জরিমানা দিতে হয়, বাকি যাত্রীদের সামনে সম্মানহানির পাশাপাশি লজ্জায় পড়তে হতে পারে ৷ এরকম বিভিন্ন রকমের খেয়াল মাথায় আসতে থাকে ৷
তবে এত চিন্তার কোনও কারন নেই ৷ টিকিট হারিয়ে গেলে টিটি আপনাকে টিকিট না থাকার কারনে জরিমানা নিতে পারে না ৷ ভারতীয় রেলের (Indian Railways) তরফে যাত্রীদের একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ যাত্রীদের এই নিয়ম সম্বন্ধে জেনে রাখা দরকার যাতে স্টেশনে বা ট্রেনে রেলের কোনও স্টাফ সমস্যা না করতে পারে ৷ টিকিট হারিয়ে যাওয়ার ক্ষেত্রে রেলের আলাদা নিয়ম রয়েছে ৷ নিয়ম সংক্রান্ত না জানলে টিটি এর সুবিধা নিয়ে মোটা টাকা জরিমানা নিতে পারে ৷
advertisement
advertisement
নতুন টিকিট জারি করা যেতে পারে-
টিকিট হারিয়ে গেলে ৫০ টাকা জরিমানা দিয়ে নতুন টিকিট পেয়ে যেতে পারেন ৷ টিটিই-এর সঙ্গে যোগাযোগ করে পুরো বিষয়টি জানিয়ে নতুন টিকিট জারি করার জন্য বলতে হবে ৷ টিটিই কিছু অতিরিক্ত চার্জ নিয়ে নয়া টিকিট জারি করতে পারবেন ৷ রিজার্ভেশন চার্ট চেয়ার তৈরি হওয়ার আগে টিকিট হারিয়ে যাওয়ার বিষয়ে জানালে ৫০ শতাংশ চার্জের সঙ্গে নতুন টিকিট জারি করে দেওয়া হবে ৷
advertisement
আরও পড়ুন: অক্টোবর মাসে WPI মুদ্রাস্ফীতি বেড়ে গত ৫ মাসের সর্বোচ্চ! জেনে নিন কীসের দাম সব চেয়ে বেশি বেড়েছে!
নির্দিষ্ট স্টেশনের পরেও যাত্রা করার হলে আপনার টিকিটে গন্তব্য স্টেশন বাড়ানো যেতে পারে ৷ এর জন্য আলাদা করে শুল্ক দিতে হতে পারে ৷
আরও পড়ুন: ডিজিটাল গোল্ড ট্রেডিং নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে সরকার, আসছে SEBI এবং RBI মাস্টারপ্ল্যান!
advertisement
প্ল্যাটফর্ম টিকিট- আপনাকে যদি কোনও কারনে ট্রেনে আচমকা যাত্রা করতে হলে প্ল্যাটফর্ম টিকিট আপনার কাজে আসতে পারে ৷ ট্রেনের TTE-র সঙ্গে যোগাযোগ করে টিকিট জারি করার বিষয়ে বলতে পারেন ৷ টিটিই একটি পেনাল্টি চার্জ নিয়ে টিকিট জারি করতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2021 11:06 AM IST