PM KISAN: অবৈধ ভাবে পিএম কিষানের সুবিধা নেওয়া কৃষকদের লিস্ট জারি, ফেরত নেওয়া হবে টাকা

Last Updated:

এর পাশাপাশি তাদের বিরুদ্ধে ফ্রডের মামলাও দায়ের করা হবে ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (Pradhan Mantri Kisan Samman Nidhi) চলতে থাকা গড়মিলের একাধিক ঘটনা প্রকাশ্যে আসার পর সরকার কৃষকদের থেকে টাকা ফেরত নেওয়া শুরু করতে চলেছে ৷ যে কৃষকরা এই সুবিধা পাওয়ার ক্যাটাগরিতে পরেন না (Ineligible farmers List) তাদের একটি লিস্টও জারি করা হয়েছে সরকারের তরফে ৷ এরকম কৃষকদের কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের টাকাও ফেরত দিতে হবে ৷ ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন এমন কৃষকদের-সহ কিছু কৃষকদের এই যোজনার আওতার বাইরে রাখা হয়েছে ৷
পিএম কিষান যোজনায় (Pradhan Mantri Kisan Samman Nidhi) চলতে থাকা ফ্রডের তদন্তের সময় উত্তরপ্রদেশের বরেলিতে এরকম ৫৫,২৪৩ কৃষক পাওয়া গিয়েছে যারা এই যোজনার আওতার বাইরে পড়েন অথচ সুবিধা নিয়ে চলেছেন ৷ এদের মধ্যে কিছু কৃষক সরকারি চাকরি করেন আবার কয়েকজনের নিজের ব্যবসা রয়েছে ৷ এরপরও তাদের অ্যাকাউন্টে পিএন কিষান যোজনার ২০০০ টাকা ট্রান্সফার হয়েছে ৷ সেপ্টেম্বর ২০২১-এ জেলা স্তরে তদন্ত করা হতেই সামনে এসেছে ঘটনা ৷ এই ঘটনায় জেলা কৃষি বিভাগের তরফে এরকম কৃষকদের থেকে টাকা ফেরত নেওয়ার নোটিস জারি করা হয়েছে ৷
advertisement
advertisement
স্বামী ও স্ত্রী দু’জনের নামেও সুবিধা নেওয়া অবৈধ-
তিন মাসে আগে কেন্দ্র সরকারের কাছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (Pradhan Mantri Kisan Samman Nidhi) চলতে থাকা গড়মিলের অভিযোগ পৌঁছয় ৷ তাতে জানানো হয়েছে, সুবিধাভোগীদের লিস্টে এমন অনেকের নাম রয়েছে যারা কৃষক নয় বরং সরকারি চাকরি করেন বা ব্যবসা করেন ৷ এর পাশাপাশি এরকম ঘটনাও দেখা গিয়েছে যেখানে স্বামী ও স্ত্রী দু’জনের অ্যাকাউন্টে যোজনার টাকা ঢুকেছে ৷ আবার কিছু ক্ষেত্রে সুবিধাভোগী কৃষকের মৃত্যুর পরও সুবিধা নিয়ে চলেছেন পরিবারের সদস্যরা ৷ আবার কিছু ক্ষেত্রে ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে ৷
advertisement
কোন কৃষকরা এই যোজনার সুবিধার আওতার বাইরে পড়েন?
ট্যাক্স দিয়ে থাকেন এবং পেনশনভোগী কৃষকদের এই যোজনার সুবিধার বাইরে রাখা হয়েছে ৷ একই জমির ভিত্তিতে একজনের বেশি সদস্যের অ্যাকাউন্টে যোজনার টাকা ঢুকলে টাকা ফেরত নিয়ে নেওয়া হবে ৷ এর পাশাপাশি তাদের বিরুদ্ধে ফ্রডের মামলাও দায়ের করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM KISAN: অবৈধ ভাবে পিএম কিষানের সুবিধা নেওয়া কৃষকদের লিস্ট জারি, ফেরত নেওয়া হবে টাকা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement